পৃথিবীতে এখনো ভাল মানুষের সংখ্যাই বেশি আজ থেকে ৪০/৫০ বছর আগের আফগানিস্তান ।
নিচের ছবিটি ৬০ এর দশকে তোলা কাবুলের Paghman Gardens পার্কের। তার সামান্যতম চিহ্নটুকুও এখন নেই।
৭০ দশকের আফগান নারীরা
আফগান এয়ারলাইন্সের কয়েকজন বিমানবালা
বাচ্চাদের স্কুল
গানের রেকর্ড কিনছেন নারীরা
কাবুল ইউনিভার্সিটি ক্যাম্পাস
কাবুল ইউনিভার্সিটির জীববিজ্ঞান ক্লাস
স্কুলবালিকা
গার্লস স্কাউট
স্কুলের অংকন প্রতিযোগিতা
কাবুল, ১৯৭৭
মেডিকেল শিক্ষার ক্লাস
কাবুলের এক বাস স্টপেজ
৬০ এর দশকে তৈরি জালালাবাদ বাধ
উপরের বেশিরভাগ ছবি মোহাম্মদ কায়ুমি এর (MOHAMMAD QAYOUMI) Once Upon a Time in Afghanistan… থেকে নেয়া। তিনি ৫০/৬০ দশকে আফগানিস্তানে বড় হন।
পরে ১৯৬৮ সালে স্কলারশিপ নিয়ে আমেরিকায় পড়াশুনা করতে যান।
তার লেখার কিছু চুম্বক অংশঃ
"অর্ধশতক আগে আফগানী নারীরা চিকিৎসা পেশা গ্রহন করতে পারত। নারী-পুরুষ সকলে মুভি থিয়েটার, ভার্সিটি ক্যাম্পাস কিংবা শহরতলীর টেক্সটাইল মিলগুলোতে একত্রে চলাফেরা করতে পারত। আইন ও শাসনের ঐতিহ্য ছিল, এবং একটি সরকার ছিল, যে সরকার বাইরের সাহায্য ছাড়া বিশাল অবকাঠামো, যেমন জলবিদ্যুৎ প্রকল্প বা রাস্তাঘাট তৈরি করতে পারত। সাধারণ মানুষ এই বিশ্বাস, এই আশা নিয়ে বাঁচত যে, শিক্ষা তাদের বিভিন্ন সুযোগ এনে দিবে, নিশ্চয় উজ্জ্বল ভবিষ্যত এনে দিবে।
সবকিছু ধ্বংস হয়ে গেছে গত তিন দশকের যুদ্ধে, কিন্তু এ সবই বাস্তব ছিল।
আফগানিস্তানের আশাব্যাঞ্জক অতীত স্মরণ করে বর্তমান আফগানিস্তান দেখলে কস্টটা আরো বেড়ে যায়। .......... আমি বর্তমান আফগান তরুন প্রজন্মকে দেখাতে চাই তাদের পিতামাতা কিংবা দাদাদাদীরা একদা কিভাবে বাস করত। " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।