মুহাম্মাদ রিয়াজ উদ্দিন
নানা কল্পনা অার জল্পনার শেষ করে বাংলাদেশ সরকারের গঠিত সংসদীয় দল কয়েকদিন অাগে টিপাইমুখ বাঁধ প্রসংগে ভারত সফরে যায়। উদ্দেশ্য একটি টিপাইমুখ পরিদর্শন করে বাংলাদেশ সরকার তথা অাপামর জনগণেনর কাছে প্রকৃত তথ্য তুলে ধরা। কমিটি একক অর্থাত অা.লীগ এবং একজন নাকি স্বতন্ত্র সাংসদ সাথে রয়েছেন। বিএনপি বা তাদের শরিক কেউ নেই। ভারত সফরকারী দলটি ১০ সদস্য বিশিষ্ট এবং কারো কারো সাথে তাদের স্ত্রী স্বজন রয়েছে বলে খবরে প্রকাশ।
বিএনপি কিংবা অন্যান্য দল বলেছে এটা হবে নিছক পিকনিক পার্টি! কথাটা কতটুকু ঠিক তা দেশের জনগণই অনুভব কিংবা বিশ্বাস করবে। অা.লীগ বলছে বিএনপি টিপাইমুখ নিয়ে রাজনীতি করছে। দেশের ভালের জন্য যদি কিছুর নাম রাজনীতি হয়েই থাকে তাহলে বিএনপিতো ঠিক কাজেই করছে। তাহলে অা.লীগ কেন এ রাজনীতি করবে না। সংসদীয় দল পরিদর্শন ছাড়াই দেশে ফিরছে এমন খরবে সচেতন নাগরিক মাত্রই চিন্তিত হয়ে পড়বেন বলে বিশ্বাস করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।