সোমবার বিকাল ৪টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে সংসদে বিরোধী দলীয় নেতার কার্যালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
তিনি জানান, ওই সভায় দলের সংসদ সদস্যদের উপস্থিত থাকতে এরই মধ্যে বলা হয়েছে।
গত সপ্তাহে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ একাধিক অনুষ্ঠানে জানিয়েছেন, দেশের জনগণের স্বার্থে ও নিজেদের প্রয়োজনে তারা আসন্ন অধিবেশনে যাবেন।
বর্তমান সরকারের মেয়াদে শেষ বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩ জুন। ৬ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট উত্থাপন করবেন।
সদস্যপদ টিকিয়ে রাখতে হলে বিএনপির সাংসদদের এই অধিবেশনে যোগ দিতে হবে।
নিয়ম অনুযায়ী, সংসদে টানা ৯০ কার্য দিবস অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হয়ে যায়। আর নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে টানা সংসদ বর্জন করে আসা বিরোধী দলের সদস্যদের অনুস্থিতি ৮৩ কার্যদিবস ছুঁয়েছে।
প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতির মধ্যেই গত ৩০ এপ্রিল সংসদের সপ্তদশ অধিবেশন শেষ হয়।
টানা ৭৭দিন অনুপস্থিতির পর সর্বশেষ গত বছরের ১৮ মার্চ সংসদের দ্বাদশ অধিবেশনে যোগ দিয়েছিল বিএনপিসহ বিরোধী দল।
নবম সংসদে বিএনপিসহ বিরোধী দলের মোট আসন সংখ্যা ৪১। এরমধ্যে বিএনপি ৩৭, জামায়াতে ইসলামী ২, বাংলাদেশ জাতীয় পার্টি এক এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।