আমি একজন সাংবাদিক যা দেখি চক্ষু মিলে বিধাতার দুনিয়ায়. রাতে হাসে চন্দ্র তারা মাঠ ভরা সরিষায়। স্রষ্টার সৃষ্টি কুল শান্তির মাধুর্য্য, মেঘে ঢাকা আলো তাপ দৃপ্ত সূর্য। রসে ভরা বৃক্ষে ফল সহ ছায়া, তাক লাগায় কতই না আখ রাসের মায়া। রাখে পুষ্টি যত্ন বানে গভীর স্তনে, ত্যাগী সুখী নদীজল তরু ফল দানে। গেয়ে যাই গুন গান বুঝে মহিমা রহিয়াছে পরিপূর্ণতায় ধরিত্রী গাঁ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।