আমাদের কথা খুঁজে নিন

   

ত্যাগের মহিমা

লিখছি আমি যা মনে চায় । কারো ভালো না লাগলে কি আসে যায়। বারো মাসে তের পূজা । পূজা-পার্বন , ঈদ, বড়দিন এই নিয়ে আমার এই দেশ, ছোট এই বাংলাদেশ। হিন্দু ধর্মাবলম্বীদের পূজার সাথে হয় রোজার ঈদের আনন্দ ।

ভাতৃত্ব আর সৌহাদ্যে দূর হয় দেশ আর জাতির হতাশা আর নিরানন্দ। পূজার দিনে শঙ্খ বাজে , একই সাথে সমধুর আযান । আমরা যে ভেদাভেদধীন জাতি দেয় আবার নতুন করে জানান । কালী পূজা আর দিপাবলীর আলোক সজ্জা নিভার আগেই শুরু হয় কোরবানী ঈদের প্রস্তুতি । মনে করিয়ে দেয় আবার ত্যাগের মহিমার স্বঃতস্ফুর্তি ।

আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য সব মুসলমান দেন সামর্থ অনুযায়ী পশু কোরবানী। সকল মুসলমানদের ত্যাগের ফলে একে অপরের সাথে দূর হয় হানাহানী। সৃষ্টিকর্তার আদেশমত কোরবানীর পশু কেবল নিজের কিন্তু নয় । তাইতো সমান সমান তিনটি ভাগে ভাগ করে বিলিয়ে দিতে হয় । কি মহিমা সৃষ্টিকর্তার কি পরিবর্তন দেন তিনি মানবের মাঝে ।

তাইতো সকল মানুষ নিঃস্বার্থভাবে সব বিলিয়ে দেয় হাসিমুখে সবার মাঝে। ধনী-গরিবের মিলনমেলা দেখা যায় ঈদগাহে্‌র ময়দানে । কি অমৃত ঢালো গো খোদা সব কাতারের মানুষ ঠায় নেয় সবার বুকের মাঝে । ঘুরে ফিরে ঈদ যেন বারে বারে আসে। ধনী-গরিবের ব্যবধান যেন এইভাবে সৌহাদ্য আর সম্প্রিতীতে কাটে ।

আমরা মানুষ আমরাই সৃষ্টির সেরা জীব । যুগে যুগে যেন জ্বালিয়ে যেতে পারিগো খোদা এই ত্যাগ আর ভালোবাসার প্রদিপ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.