আমাদের সব মিডিয়া (টিভি/পেপার) কিছু কিছু খেলার খবর কেন দেয় এইটা আমার মাথায় ঢোকে না। যেমন-
আইপিএল- এটা ভারতের ঘরোয়া লীগ। ভারতীয় চ্যানেল সেটা নিয়ে মাতামাতি করবে, সেখানে তাদের ব্যবসা আছে। আমরা কেন তার খবর নিয়মিত দেই ?
ইউরোপীয় ঘরোয়া ফুটবল লীগ- স্পেন, ইতালী, ইংল্যাণ্ড এ সব দেশের ঘরোয়া লীগের খেলার খবর নিয়মিত দেয়। বিশ্লেষণমূলক ফিচার ছাপে।
কারণটা কি ? অথচ সেই ভাবে জার্মানী, রাশিয়া বা অন্য ইউরোপীয় দেশের খেলার খবর দেয় না। দেয় না ব্রাজিল বা আর্জেন্টিনার লীগের খবরও।
আন্তর্জাতিক খেলার খবর হলে তবু সেটা মানা যায়।
এর বাইরে এমন কিছু খেলার খবর সব সময় দেয় যে খেলা বাংলাদেশে খুব বেশী হয় না বা সেটা বাংলাদেশে তেমন জনপ্রিয়ও না। যেমন-
টেনিস- নিয়মিত টেনিসের সব ছোট বড় আসরের খবর থাকে।
তাও ছবি সহ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।