আমাদের কথা খুঁজে নিন

   

মধুপুরে পাঁচ শতাধিক বিএনপিকর্মীর বিরুদ্ধে মামলা

এতে মধুপুর পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সরকার ওরফে সরকার সহিদকে প্রধান করে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এছাড়া আরো দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাতে বিএনপি নেতা প্রবাসী প্রকৌশলী ভূঁইয়া গোলাম মাহবুব লতিফের সমর্থকদের সঙ্গে  একই দলের ফকির মাহবুব আনাম স্বপন ফকিরের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি হয়।
এ ঘটনায় পৌর কাউন্সিলর আমজাদ হোসেন বাদী হয়ে পৌর মেয়র সরকার সহিদকে প্রধান আসামি করে  মামলা করেন।


ওই মামলায় বৃহস্পতিবার সকালে পুলিশ পৌর মেয়রকে গ্রেপ্তার করলে তার সমর্থকরা সড়ক অবরোধ করে ভাংচুর চালায়। এ সময় ছয় পুলিশ সদস্যসহ অন্তত ৫০টি যানবাহন ভাংচুর করা হয়।
মধুপুর থানার ওসি মজিবুর রহমান জানান, পুলিশের গাড়ি পোড়ানোর অভিযোগে গাড়িচালক ইমরান হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে।
অপরদিকে মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বাদী হায়ে দ্রুত বিচার আইনে আরেকটি মামলা দায়ের করেছেন।
পুলিশের সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে আরেকটি মামলা দায়ের করেছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হামিদ।


তিন মামলাতেই পৌর মেয়র সরকার সহিদকে প্রধান আসামি করে ২৬৮ জনের নাম উল্লেখসহ ৪/৫শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এসব মামলায় ইতোমধ্যে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মজিবুর।
এদিকে পুলিশের ডিআইজি গোলাম ফারুক ও টাঙ্গাইলের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা শুক্রবার দুপুরে মধুপুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.