আমাদের কথা খুঁজে নিন

   

মধুপুরে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর দোয়াত-কলম মার্কার একটি নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগে দুই জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

মধুপুর থানার ওসি মজিবুর রহমান জানান, আজ (বুধবার) ভোরে মধুপুর উপজেলার গারোবাজার এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সরোয়ার আলম খান আবুর দোয়াত-কলম মার্কার নির্বাচনী অফিস আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ দুই জামায়াত কর্মীকে আটক করেছে।

পিরোজপুরে প্রার্থীর গাড়ি ভাঙচুর

পিরোজপুর সদর উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এলিজা জামানের গাড়ি ভাঙচুর ও চালককে মারধর করে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে পিরোজপুরের পাড়েরহাট বন্দরে এ ঘটনা ঘটে।

এ হামলার জন্য প্রার্থী এলিজা জামান প্রতিপক্ষ সরকারদলীয় প্রার্থীকে দায়ী করলেও তিনি এ অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির সদ্যবহিষ্কৃত যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল সভাপতি চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা অভিযোগে জানান, মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আল মামুনের ক্যাডার টুটুলের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র দুর্বৃত্ত বড়গাংদিয়া ঈদগাহ চত্বরের কাছে নিজ বাড়ি ও নির্বাচনী অফিসে হামলা চালায়। বাধা দিতে গেলে তাদের হামলায় অন্তত তিনজন আহত হন। তাদের মধ্যে জাফর আহমেদ (৩০) নামে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আল মামুনের দাবি, তার লোকজন নয়, হাবলু মোল্লা নিজের লোকদের দিয়ে ঘটনা ঘটিয়ে তার ঘাড়ে দায় চাপাচ্ছেন।

লোহাগড়া উপজেলা চেয়ারম্যানকে জরিমানা

আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইলের লোহাগড়া উপজেলার নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান ১৭ মার্চ এ জরিমানা করেন।

ময়মনসিংহে রিজভীর চিঠি জাল করায় অব্যাহতি

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর চিঠি জাল করার অপরাধে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন স্বাক্ষর জালের অভিযোগ অস্বীকার করে বলেন, 'এটি আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। স্বাক্ষর জাল বা হিরণের বহিষ্কারের চিঠির বিষয়টি আমি অবগত ছিলাম না।

পরে শুনেছি। '

মুক্তাগাছায় স্থগিত তিন কেন্দ্রের পুনঃ ভোট ২৭ মার্চ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা নির্বাচনে স্থগিত তিন কেন্দ্রের পুনঃ ভোট ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। গতকাল দুপুরে সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ আহসান এ বিষয়টি নিশ্চিত করেছেন। মুক্তাগাছার ১০০ ভোট কেন্দ্রের মধ্যে ৯৭টির ফলাফলে চেয়ারম্যান পদে এগিয়ে আছেন বিএনপি সমর্থিত জাকারিয়া হারুন (আনারস)। তার প্রাপ্ত ভোট ৭৭ হাজার ২৮৮।

নিকটতম আওয়ামী লীগ সমর্থিত বিল্লাল সরকার (ঘোড়া) পেয়েছেন ৭৩ হাজার ৩১৪ ভোট। [প্রতিনিধিদের পাঠানো খবর]

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.