আসামী ধরতে গিয়ে টাঙ্গাইলের মধুপুরের গড় এলাকায় র্যাপিট অ্যাকশন ব্যাটেলিয়নের একটি মাইক্রোবাস ভষ্মিভুত হয়েছে।
আজ বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
র্যাব সূত্র জানায়, জামালপুর থেকে র্যাব-১৪ এর একটি দল সাদা পোশাকে হত্যা সহ একাধিক মামলার আসামী সাবেক ইউপি মেম্বার হেলাল উদ্দিনকে ধরতে মধুপুরের শোলাকুড়ি ইউনিয়নের ফুলবাগচালা গ্রামে যায়। টাঙ্গাইল ও জামালপুরের সীমান্তবর্তী প্রত্যন্ত পাহাড়ী ওই এলাকায় র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই আসামী তার সাঙ্গপাঙ্গদের মুঠোফোনে খবরটি জানিয়ে দেয়।
এ সময় তার অনুসারী এবং গ্রামবাসীরা একত্রিত হয়।
তাদের হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কায় র্যাব সদস্যরা পিছু হটে মাইক্রোবাসের কাছে চলে আসে। তারা মাইক্রোবাস নিয়ে রওনা হন। কিছু দুর অগ্রসর হওয়ার পর নুপুরঘাটি নামক স্থানে পৌঁছার পর গাড়িটি ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় র্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে ওই স্থান ত্যাগ করেন।
র্যাব ১৪ জামালপুরের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইয়াসিন জানান, গাড়ীর ইঞ্জিন থেকে আগুন ধরে যায়।
আশেপাশে কোন বাড়িঘর না থাকায় তা নেভানো সম্ভব হয়নি। খবর পেয়ে জামালপুর থেকে অতিরিক্ত র্যাব ও পুলিশ ঘটনাস্থলে আসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।