আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতের কড়া সমালোচনা করল ১৪ দল

হেফাজতের সমালোচনা করে আওয়ামী লীগের নেতারা বলেছেন, হেফাজতকে ব্যবহার করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বা ১৪ দলকে ঠেকানো যাবে না। হেফাজতের ১৩ দফা দেশকে মধ্যযুগে নিয়ে যাবে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের জোড়াপুকুর মাঠে ১৪ দলের এক জনসভায় নেতারা এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ‘জামায়াতকে নিয়ে কুলিয়ে উঠতে না পেরে হেফাজতকে নিয়ে মাঠে নেমেছে বিরোধী দল। হেফাজতকে নিয়ে প্রক্সি দিয়ে হোক, আর সরাসরি হোক, আগামী নির্বাচনে আওয়ামী লীগ বা ১৪ দলকে ঠেকাতে পারবেন না।

’ মতিয়া চৌধুরী বলেন, ‘হেফাজতে ইসলাম নারীদের ঘরে বন্দী করে রাখতে চায়। তারা বলে, নারী নেতৃত্ব হারাম। তাহলে হেফাজত ইসলামকে পরিষ্কার করতে হবে যে তারা খালেদাসহ বিএনপির সঙ্গে মাঠে নেমেছে, নাকি খালেদা ছাড়া বিএনপির সঙ্গে মাঠে নেমেছেন। ’
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত হেফাজতকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা স্বাধীনতা মানবেন না, মুক্তিযুদ্ধ মানবেন না, আবার বলবেন সংবিধান সংশোধন করতে হবে। আমাদের সংসদে সংবিধান পরিবর্তন হবে না।

হেফাজতের ১৩ দফা দেশকে মধ্যযুগে নিয়ে যাবে। ’ খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘উনার বড় খায়েশ আবার ক্ষমতায় আসবেন। নিজে হরতাল দিয়ে ব্যর্থ হয়ে এখন হেফাজতকে মাঠে নামিয়েছেন। কিন্তু এতেও তিনি ব্যর্থ হবেন। ’ সংকট নিরসনে আলোচনা প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘খালেদা জিয়া সব সময় শেখ হাসিনার কথা শুনলে তো জাতির জন্য মঙ্গলজনক।

এভাবে কথা শুনলে দেশের তো কোনো সমস্যা থাকে না। ’ তিনি বলেন, ‘বিরোধী দলের সঙ্গে অবশ্যই আলোচনা হবে। বাংলাদেশে নির্বাচনও হবে। আর তাতে খালেদা জিয়াও অংশ নেবেন। ’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘শেখ হাসিনা আল্লাহর রহমতে আড়াই হাজার মানুষকে জীবিত উদ্ধার করেছেন।

এ জন্য বিরোধী দল তাঁকে ধন্যবাদ দেয়নি। বরং লাশ গুমের অভিযোগ তুলে মিথ্যাচার করেছে। ’ তিনি বলেন, তারা সব সময় সরকারের বিরোধিতা করে। সরকারের কোনো সাফল্য তাদের চোখে পড়ে না।
প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান বিষয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘বিরোধী দল বলেছে তত্ত্বাবধায়ক মানলে তারা আলোচনায় বসবে।

আমি বলি, শর্ত দিয়ে কখনো আলোচনা হয় না। শর্ত দেওয়া হয় আলোচনা বানচাল করার জন্য। ’
সাভারের উদ্ধারকাজের সুবিধার জন্য ৫ মের অবরোধ তুলে নিতে হেফাজতের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আপনাদের দাবি নিয়ে আলোচনায় বসুন। অবরোধের কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ বাড়াবেন না। ’ হরতাল প্রত্যাহারের জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আরও বেশি খুশি হতাম যদি মানবিক কারণে খালেদা জিয়া হরতাল প্রত্যাহার করতেন।

প্রধানমন্ত্রীর আহ্বানের কথা বলে খালেদা জিয়া রাজনৈতিক কৌশলের আশ্রয় নিয়েছেন। ’ হানিফ আরও বলেন, ‘আলোচনার জন্য সংসদই সবচেয়ে ভালো জায়গা। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সংলাপে যোগ দিন। ’
খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান, ঢাকা-৯-এর সাংসদ সাবের হোসেন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.