আমাদের কথা খুঁজে নিন

   

অবেলার স্বপ্নতরী

অবেলার স্বপ্নতরী বড় বেশী অবেলায় তাহার স্বপ্নঘাটে ভিড়িয়েছি আমার স্বপ্নতরী। তাই তো আমার স্বপ্নতরীর ঠাই হলো না সেই স্বপ্নঘাটে। অদ্ভূদ রকম অসহায়ত্ববোধ চারদিক থেকে আমায় ঘিরিয়া ধরে। আমি ফিরে আসি একাকিত্বের করুন যন্ত্রনার দিগন্ত পাড়ি দিয়ে অন্ধকার কোন এক পৃথিবীতে। আমার স্বপ্নগুলো ভাসতে থাকে একাকী আধারে,যেমন করে ভাসতে থাকে পথহারা,স্বপ্নহারা নাবিকের জাহাজ।

আমি তাকিয়ে থাকি ঐ দিগন্তহীন নীল আকাশের দিকে। কথা বলতে থাকি আপন মনে ঐ নীল আকাশের সাথে। কত বড় আকাশ তুমি,সীমাহীন তোমার উপস্থিতি অথচ আমার জায়গা হল না তাহার স্বপ্নঘাটে। তুমি আমায় তোমার কিছু নীলিমা দিও,আমি সেই নীলিমায় তাহার ঘ্রান নিব। বুঝতে পারিনি কখন যেন দুচোখ বেয়ে অঝর ধারায় বৃষ্টি নামলো।

তখন ও আমি তাকিয়ে রই আকাশ পানে। হে আকাশ,আমি হারিয়ে যাওয়ার পূর্বে তুমি আমায় তোমার বিশালতার মাঝে স্থান দিও। আমি তোমার নীলিমা হয়ে উড়ব তোমার ঐ বিশাল আকাশে আর দেখব তাকে আমি আমার স্বপ্নমাখা হৃদয় দিয়ে। তাহার চলার পথের সঙ্গী হতে নাইবা পারলাম,তাহার মাথার উপর নীল মেঘ হয়ে তাকে স্নিগ্ধ ভালোবাসার ছায়া তো দিতে পারবো তখন!নাইবা পেলাম তাকে আমার করে, নাইবা জানলো সে আমার অব্যক্ত ভালোবাসার কথা তবুও আমি ঐ নীল আকাশ থেকে দুচোখ মেলে তাকিয়ে থাকবো তাকে দেখার জন্য। আমি তাকে দেখতে চাই তাহার অনন্তহীন পথ চলার প্রতিটে মূহুর্তে।

কিন্তু ঐ আকাশ বোধ হয় আমার মনের আকুতি বুঝতে পারে না। আমি তবুও তাকিয়ে থাকি ঐ আকাশ পানে..শুধু সেই প্রত্যাশাটুকু নিয়ে,...শুধু তার বিশাল আকাশে স্থান পেতে। আমি তাকিয়ে রই ক্লান্তিহীনভাবে,একমনে...এবং ক্রমাগত........... ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।