আমাদের কথা খুঁজে নিন

   

বেলা অবেলার গল্প

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

এ বেলা উনুনে মাছ নিয়ে কাড়াকাড়ি ও বেলা উঠোনে কৈশোর বাসা বাধে এ বেলা বালিশ বিছানায় আড়াআড়ি ও বেলা রাঁধুনি আনমনে গলা সাধে এ বেলা ছেলেটা হাঁটি হাঁটি করে পা পা কেন্দ্রকে ঘিরে বৃত্তের মত ঘোরে ও বেলা পকেটে টাকা কটি নিয়ে মাপা লোকটা ছুটছে বাজারের দিকে জোরে এ বেলা পথের বাঁকটা ভীষণ খাঁ খাঁ ভাতঘুম নিয়ে সবাই মাতাল খুব ও বেলা তোমার চুমুতে আদর মাখা সারা দিন শেষে সূর্যটা দেয় ডুব এ বেলা ম্যাচের কাঠিতে বারুদ কম আগুন জ্বালার অক্ষমতায় ভোগে ও বেলা আমার ফুসফুস পোরা দম গুম্‌রিয়ে কাঁদে অনুমেয় অনুযোগে এ বেলা ও বেলা সে' বেলা আমরা বাঁচি বুকের পাঁজরে বারুদের কাছাকাছি কালবেলা শেষে উঠবেই প্রিয় রোদ সেই বেলা নেব স্বপ্ন ভাঙার শোধ! **এডিট কর্তে গেলেই পোস্ট হারায় যায়

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.