আমাদের কথা খুঁজে নিন

   

ভেরি ভেরি সেক্সি।

ভালো লাগে সরলতা, নির্মলতা, বন্ধুত্ততা, মিষ্টি হাসি, কোমলতা, গাছগাছালী লতাপাতা, এই তো। বাসার টিভির রুম ক্রস করে আসার সময় রুমের পরিবেশটা একটু অন্য রকম মনে হল! কেমন শান্ত শান্ত। তাই আবার গেলাম কাহিনী কি বোঝার জন্য। আমি তো পুরা থ ! এটা কিভাবে সম্ভব !! সত্যিইতো বিটিভি চলছে !!! এরপর ঘটলো অন্য কাহিনী। একেক জনের প্রশ্ন বানে বিদ্ধ হলাম কিছুক্ষণ।

কেন সকাল থেকে ডিস নেই? এখনি যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেই ডিস আনার জন্য। এই সিরিয়ালে আজকে এটা আছে ঐ সিরিয়ালের ঐটা আছে, কিছুই দেখতে পারতেছি না ইত্যাদি ইত্যাদি ! কোন রকমে রুমে এসে চিন্তা করলাম ব্যাপার কি? ডিস নাই কেন?? বেশিক্ষণ ভাবতে হয় নাই। কাহিনী বুজে গিয়েছি। আজকে এলাকাই দেখলাম রাস্তার উপর কালো তারে একাকার অবস্থা। সকাল বেলার ঝড়ো হাওয়ার জন্যই এই অবস্থা।

সব তার ছিঁড়ে একাকার। ২ দিনের আগে টিক হওয়ার সম্ভাবনা কম। যাক, আজকের সকালের বৃষ্টি আর ঠাণ্ডা বাতাস গরমে শান্তিই শুধু আনে নাই, ২ দিনের কানের শান্তিও আনছে। "ভেরি ভেরি সেক্সি" লাইনটা এট লিস্ট শুনতে হবেনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.