আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের পথে হেঁটে চলা............

ভালবাসা কে ভালবাসি রাজিব আট থেকে নয় বছর বয়স হবে ওর,আমা্দের দোকানের(রাজ ফ্যাশন হাউস) পাশে NGO অফিসে চাকরি করে। চাকরি বলতে অফিসের স্টাফদের ছোটখাটো হুকুম শোনে। মাসে ১৫০০ টাকা বেতন পাই। রাজিব অসম্ভব স্বপ্ন দেখে। যে রাজিবকে ছোট বোনের জন্য দেড়শ টাকার একটা পোশাক কিনতে বার বার পকেটের দিকে তাকাতে হয় সেই রাজিব স্বপ্ন দেখে সে দশ তলা বাড়ি করবে।

রাজিবের ধারণা যারা চোখে চশমা ব্যাবহার করে, যাদের ল্যাপটপ থাকে তারা ভার্সিটি নামক বড় কোন স্কুলে পড়ে আর তারা অনেক জ্ঞানী এবং সব কিছু জানে । তাই সে আমি দোকানে থাকলে আমার কাছে এসে জিজ্ঞাসা করে “ভাই দশ তালা(তলা) বাড়ির পুতা (ফাউন্ডেশন) দিতে কয় গাড়ি ইট লাগবে??? আবার বলে ভাই দশ গাড়ি ইট দিয়ে হবএ”?? আমি বলি রাজিব আমি কখনও দশ তলা বাড়ি করিনি তাই সঠিক বলতে পারব না তবে দশ গাড়ি ইট দিয়েই হবে মনে হয় । আমি কখনও রাজিবকে সত্য কথাটা বলি না যে, রাজিব তোর থাকার জন্য নিজের কোন জায়গা নেই আর সেই তোর দশ তলা বাড়ির স্বপ্ন অসম্ভব । হয়ত রাজিব এই স্বপ্নটা দেখেই আনন্দ পাই তাই তার স্বপ্নটা ভাঙ্গার সাহস আমার হয় না। আসলে স্বপ্ন মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে হোক না সে অসম্ভব কল্পনা তবুও সামনে চলার অনুপ্রেরণাই হচ্ছে সপ্ন।

আমিও রাজিবের মত অসম্ভব স্বপ্ন দেখি । রাজিবের না বুঝে অসম্ভব এই স্বপ্ন দেখা আর আমার সব জেনে সব বুঝেই অবাস্তব সেই কল্পনার পথে হেঁটে চলা....................................। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.