আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহীতে ব্যাতিক্রমী লু-হাওয়া ঝড়।

সবুজের সাথী গতকাল বাবার সাথে মোবাইলে কথা বলছিলাম অন্য একটা কাজের জন্য। কথায় কথায় বোরো মওসুমের আবাদের কথা উঠল। বাবার কথা শুনে আমি বিরাট একটা ধাক্কা খেলাম। বাবা বললেন তাঁর জীবনে এরকম হতে তিনি দেখেননি। গত কয়েকদিন আগে সন্ধ্যা থেকে প্রবল বেগে ঝড় হচ্ছিল।

সাথে কোন বৃষ্টি ছিলনা। বাতাস বেশ গরম ছিল। এই অবস্থা সারা রাত ধরে চলছিল। সকালে দেখা গেল ধানক্ষেতে ধান গাছের পাতা মরে গেছে। যেসব ক্ষেতে ধানের শীষ কেবল বের হয়েছে, বেশিরভাগ শীষ শুকিয়ে সাদা হয়ে গেছে।

আমি বেশ কিছুদিন ধরেই ঢাকার আবহাওয়ার প্রচণ্ড গরম আর শুস্কতা নিয়ে ভাবছিলাম। মনে হচ্ছে সারা দেশের আবহাওয়াতেই একটা বিরাট পরিবর্তন এসেছে। ভারত আমাদের যেভাবে সবদিক দিয়ে পানিতে মারছে, তাতে ভবিষ্যতে কি হয় সেটা নিয়ে এখনই সবার চিন্তা করা উচিৎ। আমাদের সরকার মহাশয় তো ভারতের কাছে পরনের কাপড় শুদ্ধ বর্গা দিয়ে রেখেছে। আমাদের দেয়ালে পিঠ ঠেকতে বেশি দেরি নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.