রাজশাহীর চারঘাটে বিআরটিসির দ্বিতল একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ৪০ যাত্রী।
আজ সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তুজা এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, সন্ধ্যার দিকে রাজশাহীর বাঘা থেকে দ্বিতল বিআরটিসির বাসটি রাজশাহী নগরীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে চারঘাটের তালতলা এলাকায় পৌঁছলে সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো ৪০ যাত্রী। স্থানীয়দের সহায়তায় আহতদের চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।