মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার সকালে চোরাগুপ্তা হামলা চালিয়ে একটি মালবাহী ট্রাকে আগুন দেয়া ছাড়াও কয়েকটি স্থানে নাশকতা চালানোর চেষ্টা করে জামায়াত-শিবির কর্মীরা। তবে পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা তা করতে পারেনি।
নাশকতায় জড়িত থাকার অভিযোগে সকালে নগরীর বিভিন্ন স্থান থেকে ছয় শিবির কর্মীকে আটক করা হয় বলে জানান তিনি।
পুলিশ জানায়, হরতালের সমর্থনে ভোর ৫টার দিকে হরিয়ান বাইপাস সড়কে একটি মালবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয় শিবির কর্মীরা।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এর পরপরই মহানগরীর মতিহার থানার দেওয়ানপাড়া এলাকার শহীদ জিয়া কলেজের সামনে থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সেখানে মিছিল থেকে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।
এরপর সকাল সোয়া ৭টার দিকে মহানগরীর শাহ মখদুম থানার পোস্টাল একাডেমীর সামনে থেকে হরতালের সমর্থনে মিছিল বের হয়। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে জামায়াত-শিবির।
তবে পুলিশ যাওয়ার আগেই সেখান থেকে তারা সটকে পড়ে বলে জানান ওসি আলমগীর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।