সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ সাংবাদিকদের বলেন, যেহেতু সিটি করপোরেশনের নির্বাচন হচ্ছে, সে কারণে নগরীর বাইরে বৈঠক হয়েছে। নগরীতে বৈঠক করলে আচরণবিধি লঙ্ঘন হতো।
“স্বাভাবিকভাবেই এখানে দলীয় আলোচনার মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে,” বলেন হানিফ।
আগামী সংসদ নির্বাচনে স্থানীয় নেতার্মীদের কার কী দায়িত্ব থাকবে সে বিষয়ে দিক-নির্দেশনা দিতেই এ সভার আয়োজন করা হয়েছে, বলেন হানিফ।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় মাহাবুবুল আলম হানিফ ছাড়াও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধূরী, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইদ আল মাহমুদ স্বপন, রংপুর
বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।