সোমবার বিকাল সোয়া ৪টায় রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে সভামঞ্চে পৌঁছান বিরোধী দলীয় নেতা।
এর আগে বিকাল সাড়ে ৩টায় রাজশাহী সার্কিট হাউজে পৌঁছান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু, জেলা সভাপতি নাদিম মোস্তফা, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলের জ্যেষ্ঠ নেতারা দলীয় চেয়ারপারসনের সঙ্গে আছেন।
জনসভায় যোগ দিতে বেলা ১২টায় বগুড়া সার্কিট হাউজ থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। সড়ক পথে নওগাঁও হয়ে তিনি রাজশাহী পৌঁছান। তবে রাজশাহীর প্রবেশ পথ নওদাপাড়া বিমান বন্দর সড়কে বিভিন্ন স্থান থেকে আসা বাস-ট্রাকের দীর্ঘ যানজটে পড়ে বিরোধী দলীয় নেতার গাড়িবহর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।