রাজশাহীতে শনিবার ও বরিবার হরতাল ডেকেছে বিএনপি। নির্বাচন বাতিল, খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদ, ও দলীয় নেতাদের নামে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারসহ তাদের মুক্তির দাবিতে এ হরতালের ডাক দিয়েছে তারা।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হরতাল ডাকা হয়। রাজশাহী জেলা বিএনপির একাংশ ও মহানগর বিএনপির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল মনির।
তিনি বলেন, ‘রাজশাহীতে বোমা হামলায় পুলিশ নিহত হওয়ার ঘটনায় বিএনপির নেতাদের নামে মামলা দেয়া হয়েছে। কিন্তু এর সঙ্গে তারা জড়িত নয়। ’
এ সময় তিনি আগামি ৫ জানুয়ারির নির্বাচন বাতিল, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদ, কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মুক্তি ও তাদের নামে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার ও রোববার রাজশাহী জেলায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দেন। একই সাথে বর্তমান সরকারকে উত্খাত করতে রাজশাহীতে প্রবল আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল আলম দুলাল, মহানগর বিএনপির সহ-সভাপতি এলাহী বক্স ম-ল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও মহানগর মহিলা দলের সাবেক সভাপতি কাজী হেনা, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল বাচ্চু প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।