রোববার সকাল সোয়া ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে নগরীর তালাইমারি, অক্ট্রোয় মোড়, বিনোদপুর, কাঁটাখালি ও খড়খড়ি বাইপাস এলাকায় এসব ঘটনা ঘটে।
রাজশাহী পুলিশের পূর্ব জোনের কমিশনার প্রলয় চিচিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে হরতালকারীরা ওই পাঁচ এলাকায় একযোগে মিছিল বের করে এবং রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়।
এ সময় পুলিশ তাদের বাধা দিতে গেলে মিছিলকারীরা ঢিল ও হাতবোমা ছুড়তে থাকে।
তিনি বলেন, তালাইমারি মোড়ে পুলিশের একটি গাড়িতে পেট্রোল বোমা ছোড়া হলেও অল্পের জন্য তা লাগেনি।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে বলে প্রলয় চিচিম জানান।
কাঁটাখালি ও বিনোদপুরেও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় মিছিলকারীরা। পরে র্যাব-পুলিশের যৌথ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের সময় কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মতিহার থানার এসআই মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতাকারীদের ধরতে তারা অভিযান চালাচ্ছেন।
গত ১২ ডিসেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের মৃত্যুদণ্ড কার্যকরের পরপরই বিজয় দিবসের আগের দিন রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডাকে জামায়াতে ইসলামী।
ওই রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা-নাশকতা চালিয়ে আসছে দলটির কর্মীরা। বিভিন্ন স্থানে নিহত হয়েছেন অন্তত ২০ জন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।