আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল প্রশ্নপত্র-২০১২ (ফান পোস্ট)

এতোদিন পত্রিকায় লিখলাম এবার ব্লগে লিখব সারাদেশে শুরু হয়ে গেছে এইচএসসি পরীক্ষা। কিন্তু ভয়াবহ লোডশেডিংয়ের কারণে অভিভাবকরা তাদের সস্তানের পড়ালেখা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তবে এবারের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যদি এমন হতো তবে কেউই আর দুশ্চিন্তায় থাকত না। এইচএসসি পরীক্ষার ডিজিটাল প্রশ্নপত্র (২০১২) বিষয় : সাম্প্রতিক বাংলাদেশ সময় : তোমার যতক্ষণ লাগে ১. সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত রোগা মুরগির মতো ঝিমিয়ে পড়ছে কেন? (ক) তদন্তকারী কর্মকর্তারাই ভালো জানে (খ) কী হচ্ছে বুঝতে পারছি না (গ) তদন্ত নিয়ে টালবাহানা চলছে (ঘ) স্ট্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবেন ২. লোডশেডিং শুরু হলে তুমি কী করো? (ক) বসে বসে মশা মারি (খ) ওদের গালাগালি করি (গ) মোবাইলে ফুসুর ফাসুর আলাপ করি (ঘ) মায় বাতাস করে, আমি পড়ি ৩. সম্প্রতি আমরা কোন জিনিস জয় করেছি? (ক) এশিয়া কাপ ও পিরিচ (খ) দুই নাম্বারি (গ) সমুদ্র (ঘ) প্রেমসাগর ৪. জ্বালানি তেলের দাম আবার বাড়লে তুমি কী করবে? (ক) বাসায় তেল কম খাওয়ার জন্য বলব (খ) প্রতিবাদ করব (গ) নাকে তেল দিয়ে ঘুমাব (ঘ)ভাড়া বাড়লে গাড়ি ভাঙব ৫. বাসায় পানি না থাকলে তুমি কী করো? (ক) টয়লেটে কম যাই (খ) কান্নাকাটি করে পানি বের করি (গ) ফিল্টার পানি কিনে আনি (ঘ) রাস্তায় ঝাড়ূ মিছিল করি ৬. বিএনপির গত ঢাকা চলো কর্মসূচিতে সরকারি দলের অবস্থানকে তুমি কীভাবে দেখেছ? (ক) একটু বাঁকা চোখে (খ) ধরপাকড় দেইখা আমি ডরাইছি (গ) কীভাবে দেখেছি মামলার ডরে কমুনা (ঘ) চশমা লাগিয়ে ৭. ডেসটিনির কর্মকর্তাদের গলায় কী দেখা যায়? (ক) পাটের দড়ি (খ) সোনার চেইন (গ) টনসেল (ঘ) টাই ঝুলানো ৮. বিরোধী দলের কর্মসূচির সময় পুলিশ রাস্তায় তাদের কর্মীদের সঙ্গে কেমন আচরণ করে? (ক) চা খাওয়ায় (খ) শার্টের কলার ধরে থানায় নিয়ে যায় (গ) ধাওয়া করে, ধরতে পারলে পেটায় (ঘ) চাইনিজ খাওয়ায় ৯. এবার অতিরিক্ত লোডশেডিং হচ্ছে কেন? (ক) সরকারের অকিরিক্ত ব্যর্থতার জন্য (খ) কুইক রেন্টালের নামে ধান্দাবাজির জন্য (গ) জনগণ লাঠি নিয়ে রাস্তায় নামার জন্য (ঘ) জানি কিন্তু কমু না ১০. বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানোর কারণ কী বলে তুমি মনে করো? (ক) কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য (খ) পাবলিককে বাঁশ দেয়ার জন্য (গ) ভর্তুকি দেয়ার জন্য (ঘ) জনগণের টাকা লুটপাটের জন্য ১১. 'সরকারের ভুলত্রুটির জন্য আমাদের জুতা মারুন'_এ উক্তিটি সম্প্রতি কে করেছিলেন? (ক) বারাক ওবামা (খ) হাসানুল হক ইনু (গ) কফি আনান (ঘ) বান কি মুন ১২. সাগর-রুনি হত্যাকাণ্ডের পর সাংবাদিকদের ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন কে? (ক) আম্বিয়া খাতুন (খ) ঐশ্বরিয়া রাই বচ্চন (গ) ক্যাটরিনা কাইফ (ঘ) স্ট্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ১৩. বিদেশ সফরে কোন বাংলাদেশী নাগরিক সেঞ্চুরি করেছেন? (ক) সাকিব আল হাসান (খ) মুশফিকুর রহিম (গ) তামিম ইকবাল (ঘ) পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ১৪. জাতীয় সংসদে সম্প্রতি বিরোধী দল ও সরকারি দলের সদস্যদের মধ্যে কী ঘটেছিল? (ক) দড়ি টানাটানি (খ) কোলাকোলি (গ) গালাগালি (ঘ) জামা টানাটানি ১৫. কী করলে দ্রব্যমূল্য কমবে বলে তুমি মনে করো? (ক) উপোষ থাকলে (খ) এ সরকার ক্ষমতা ছাড়লে (গ) ব্যবসায়ীদের পেটালে (ঘ) বাজার মনিটরিং করলে ১৬. মারামারি ও কোপাকোপিতে স্ট্বর্ণপদক পাওয়ার যোগ্য কে বলে তুমি মনে করো? (ক) কোপা শামছু (খ) লালবাহিনী (গ) ছাত্রলীগ (ঘ) রামদা মতিন ১৭. আমরা দাদাদের ট্রানজিটসহ বিভিল্পম্ন সুবিধা দিলেও তারা আমাদের কী উপহার দিচ্ছে? (ক) ঝালমুড়ি (খ) বুড়ো আঙুল (গ) শাহী হালিম (ঘ) সীমান্তে লাশ ১৮. বিরোধী দলের মহাসমাবেশ ৩টি চ্যানেলে লাইভ চলাকালে সরকারি দলের লোকজন কী করেছিল? (ক) উচ্চ স্বরে গান শুনেছিল (খ) সংযোগ বন্ধ করেছিল (গ) কানে তুলা দিয়েছিল (ঘ) চিল্লাচিল্লি করেছিল ১৯. আওয়ামী লীগ আবার কী চায়? (ক) ডালভাত খেতে চায় (খ) বিরোধী দলকে পেটাতে চায় (খ) মাংস-পোলাও খেতে চায় (ঘ) মতায় আসতে চায় ২০. 'আমি আর মহাজোটে থাকব না'_এ কথাটি কে বলেছেন? (ক) ময়ূরী (খ) অপু বিশ্বাস (গ) শাকিব খান (ঘ) এরশাদ বি:দ্র: এটি একটি ফান পোস্ট, তাই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.