আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় মুভির প্রিয় দৃশ্য : Casino Royale (2006) এর opening chase scene

জেমস বন্ড সিরিজ দেখেন নি,এমন মুভি প্রেমিক পাওয়া দুষ্কর। আজ এই সিরিজের Casino royale মুভির প্রিয় একটা দৃশ্যের কথা লিখতে বসেছি। ছবিটির কথা মনে হলে আপনার কয়েকটি সিনের কথাই মনে পড়বে। যেমন ছবির শুরুতে জেমস বন্ড কর্তৃক মোলাকাকে ধাওয়া করার দৃশ্য,ছবির মাঝখানে গাড়ী উলটে যাবার দৃশ্য কিংবা ছবির শেষ দিকে ইভা গ্রিনের মৃত্যু। যাহোক,এই ছবি যে অংশটা আমাকে যারপরনাই মুগ্ধ করেছিল তা হল ছবির প্রারম্ভে মোলাকাকে চেইস করার অংশটা।

অ্যাকশন দৃশ্যের চিত্রায়নে chase বা ধাওয়া নতুন কিছু নয়। অনেক ছবিতেই ধাওয়া-পালটা ধাওয়ার দৃশ্য রাখা হয়। মূলত এ ধরণের দৃশ্য থাকলে দর্শকের মনোযোগ মুভির ভেতর আটকে থাকে। এটা আসলে একটা সহজাত প্রবৃত্তি। আপনার পাশ দিয়ে হঠাৎ কেউ দৌড়ে গেলে আপনি চান বা না চান,আপনি মাথা ঘোরাতে বাধ্য।

এরকম ব্যাপার মাথায় রেখেই ছবিতে chase scene রাখা হয়। চেইস বিভিন্ন রকম হতে পারে। নায়ক ভিলেনকে চেইস করতে পারে,আবার ভিলেনও নায়কের টুটি ধরার জন্য পালটা ধাওয়া করতে পারে। চেইস গাড়ি-মটর সাইকেল-বিমান দিয়ে হতে পারে,আবার পায়ে হেটেও বা দৌড়িয়েও হতে পারে। যানবাহনের চেইস অনেক দিন ধরেই মুভিতে ব্যবহৃত হচ্ছে,সে তুলনায় দৌড়ানোর ভাল চেইসের সংখ্যা হাতে গোনা।

এই ধারাটির নাম হল Parkour বা Free running . Free running হল তীব্র ক্ষিপ্রতায় বিভিন্ন বাঁধা থেকে গা বাঁচিয়ে দৌড়ানো ও লাফানোর কৌশলী ক্রীড়াফ্রান্সের David Belle নামক এক ভদ্রলোক এই আর্টের প্রবর্তক। তবে Sébastien Foucan কে ফ্রি রানিং শ্রেষ্ঠ শিল্পী হিসেবে ধরা হয়। ফোকান আর কেঊ নয়,ক্যাসিনো রয়ালের মোলাকা চরিত্রে আপনারা যাকে দেখতে পেয়েছেন(অর্থাৎ জেমস বন্ড ছবির শুরুতে যাকে ধাওয়া সেই ফোকান স্বয়ং। ) সম্পুর্ণ দৃশ্যের পারফরমেন্সের জন্য ফোকানকে প্রায় তিনমাস বাহামায় থাকতে হয়েছিল। ফোকান কে বলা হয় ৭৫% রাবার আর ২৫% হাড়ের মানুষ।

কথাটা বোধ হয় খুব একটা অযৌক্তিক না। দৃশ্যের চিত্রায়নে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মুন্সিয়ানা রয়েছে। যেমন এই দৃশ্য সংঘটনের জায়গা হল মাদাগাস্কার যা একটি অনুন্নত রাষ্ট্র। এজন্য সবকিছু একটু ধূসর এবং মলিন দেখিয়ে জেমস বন্ড ও তার সহকারীকে রঙ্গিন পোশাকে দেখানো হয়েছে। ভাঙ্গা রাস্তাঘাট এবং জঙ্গল দেখিয়ে প্লটের প্রেক্ষাপট বুঝানো হয়েছে।

সদ্য নির্মিত বিল্ডিংয়ে অ্যাকশন সিন দর্শকের অ্যাড্রেনালিন রাশকে বাড়িয়ে দেয়। Free running নির্ভর আরেকটি মুভি হল Banlieue 13 .অনেকেই দেখে থাকবেন। প্রিয় মুভির প্রিয় দৃশ্য ১ : Chariot race of Ben-Hur (1959)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.