সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না.... হে মহান। হে চীর স্মরণীয়, হে বিদ্রোহী, হে সাম্যবাদের সাইমুম, হে বিরহী প্রেমিক, হে মজলুমের সাথী, হে বিপ্লবী, হে রাজাধীরাজের ভিত কাপানো স্বাধীন চেতনা, ভগবানের বুকে পদচিহ্ন আঁকা ভৃগু, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চীর বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর হে প্রিয় কবি.. জন্মদিনে তোমায় স্মরে নিজেরেই ধন্য করি। তুমি দু:খ পাচ্ছ, আজও যে মোছেনি তোমার দুঃখী মানুষের দুঃখ, তুমি শান্ত হবে কি করে? উৎপীড়িতের ক্রন্দন রোল আজও যে ভাসে আকাশে বাতাসে অত্যাচারীর খড়গ কৃপান আজ আরও শানিত শুধু নেই উচ্চস্বরে বলার তোমার মতো করে- আজ একজন নজরুলে বড় প্রয়োজন। নজরুল ভক্তরা প্রিয় বই থেকে নামিয়ে নিতে পারেন পছন্দেরটি। নেটে পেলাম। যাদের প্রয়োজন নামিয়ে নিতে পারেন-জন্মদিনের শুভচ্ছায়। বই গুলো পাবেন এখানে. Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।