আমাদের কথা খুঁজে নিন

   

আমি গণতন্ত্রের সৎ মা বলছি-



আমি গণতন্ত্রের সৎ মা বলছি-
’’যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা নির্বাচনে অংশ নিয়েছে। যারা তা করে না, তারা নির্বাচন বর্জন করেছে। ”
আবার চেতনার ত্যানা প্যাঁচানি । তবে চেতনার পাইকারি ব্যাবসায় মন্দা লাগছে । মাঝে মাঝে এমন খুচরা বিক্রয় চলে বটে কিন্তু তেমন বাজার পায়না ।

যখনই চেতনার ব্যবসা বাজার হারায় তখনই চালু হয় ‘সংখ্যালঘু ব্যবসা’। এবার এই ব্যবসাটা জমেছে । মজার ব্যাপার হল, এই হামলাকারীরা কখনই বিচারের আওতায় আসে না । মাঝে মাঝে এসব করতে গিয়ে যারা ধরা খায় তারা বিশ্বজিৎ কোপানো লীগ, শিক্ষক লীগ,(আজ জামায়াত-শিবিরের ওপর দোষ চাপাতে নিজের স্কুলে নিজেই আগুন দিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন স্থানীয় আওয়ামী লীগের কর্মী বগুড়ার এক প্রধান শিক্ষক-নতুনবার্তা), অপ্রকৃতস্থ লীগ(শহীদ মিনার ভাংতে গিয়ে ধরা খাওয়ার পর)।
মাননীয় প্রধানমন্ত্রী, এদেরকে ভাল করে প্রশিক্ষণ দিন ।

নইলে আপনার এ ব্যবসাটাও অতিদ্রুত বাজার হারবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।