আিম স্কুল জীবন েথেক িলিখ
শহীদুল ইসলাম প্রামানিক
গণতন্ত্রের দোহাই দিয়ে
ধরছে কেহ ভং
কেউবা আবার রাজনীতিতে
করছে নানান ঢং।
কেউবা আছে গদীত বসে
কেউবা গদীর বাইরে
কেউবা আবার দলের বাইরে
করছে তাইরে নাইরে।
কেউবা বলছে গণতন্ত্রের
আমি মানস কন্যে
কেউবা বলছে আমিই সঠিক
গণতন্ত্রের জন্যে।
কেউবা বলছে গাবগাছ সে
কেউবা মহীরুহ
দেশ জনগণ এদের চিপায়
করছে উঁহু উঁহু।
গণতন্ত্রের যে যাই বলুক
অন্যে কিংবা নিজে
নিজের স্বার্থে হচ্ছে পাগল
অবস্থাটা কি যে?
পাগল-ছাগল হোক না যতই
কিংবা সাজুক সং
গণতন্ত্রের নয়রে পাগল
ধরছে সবাই ভং।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।