গণতন্ত্র নিয়ে বিশ্বের দেশে দেশে বহু রাজনৈতিক দল ও রাষ্ট্রপ্রধান এমনকি আধিপত্যবাদী শক্তিগুলোর মুখে এই সুন্দর রাজনৈতিক শব্দটির মধুর বচন শোনা যায়। অনেকে দাবীও করেন তারাই গণতন্ত্রের মূলসুত্র , কেউ বলেন ধারক বাহক ইত্যাদি। তবে এই শব্দটার লেবাসে চলে যত –স্বৈরতন্ত্র,মানবাধিকার ভঙ্গ করার তন্ত্র, বাকস্বাধীনতার হরণ তন্ত্র আরো কত কিছু। তবে এই সবের বিরুদ্ধে কিন্তু ক্ষমতাবাদী শক্তি কিছু বলে না – বিরোধী শক্তি কথা বলে কালে ভদ্রে। তবে এটা সবার হাতিয়ার। তবে যারা এর বিরুদ্ধে সোচ্চার তার মধ্যে একজন হচ্ছেন –সত্যভাষী সাহসী প্রেসিডেন্ট আহমাদি নেজাদ। তিনি পশ্চিমাদের মুখে গণতন্ত্রের বচনকে মিথ্যা বলে অভিহিত করেছেন। এভাবেই আসলে মিথ্যার মুখোশ খুলে দিতে সোচ্চার হওয়া দরকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।