চট্টগ্রাম, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের একটি হোটেল থেকে বিমান বাহিনীর এক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে, যিনি আনোয়ারার তালসরা দরবার শরিফে টাকা লুটের ঘটনায় বিভাগীয় তদন্ত করতে বন্দরনগরীতে গিয়েছিলেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার আব্দুল মান্নান জানান, স্কোয়াড্রন লিডার মামুনুর রশীদ (৪৫) বুধবার রাতে স্টেশন রোডের হোটেল সিলভার ইনের একটি কক্ষে ওঠেন। বৃহস্পতিবার দুপুরে সেখানে তার লাশ পাওয়া যায়।
“সারাদিন তার সাড়া না পেয়ে দুপুর দেড়টার দিকে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ”
হোটেলের নিবন্ধন খাতার তথ্য অনুযায়ী, মামুনের বাবার নাম মুজিবুর রহমান, বাড়ি রংপুরে।
তিনি বিমান বাহিনীর কুর্মিটোলা ঘাঁটির লিগ্যাল উইংয়ে কর্মরত ছিলেন বলে র্যাব কর্মকর্তারা জানান।
র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানের নামে আনোয়ারার তালসরা দরবার শরিফ থেকে দুই কোটি সাত হাজার টাকা লুটের অভিযোগে ১২ র্যাব কর্মকর্তার নামে যে মামলা হয়েছে, তাদের মধ্যে শেখ মাহামুদুল হাসান নামে বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেনেন্টও রয়েছেন।
মাহামুদুলের বিষয়ে বিভাগীয় তদন্ত করতেই বুধবার চট্টগ্রামে যান স্কোয়াড্রন লিডার মামুন।
২০১১ সালের ৪ নভেম্বর ওই দরবার শরিফে ডাকাতির অভিযোগে র্যাবের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলী মুজমদারসহ ১২ জনের নামে গত ১৩ মার্চ একটি মামলা হয় আনোয়ারা থানায়।
ডাকাতির অভিযোগ ওঠার ওপর ওই র্যাব কর্মকর্তাদের স্ব স্ব বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়।
লিংক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।