ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া রোমানিয়ার ফাগারাস পর্বতের বেলিয়ালাক এলাকায় প্রতি বছর শীতকালে গড়ে তোলা হয় ব্যতিক্রমী বরফ হোটেল। এর বিশেষত্ব হচ্ছে, এর বসার আসন, সামনের টেবিল, শোবার বিছানা, ভাস্কর্যসহ আনুষঙ্গিক সবকিছুই বরফের তৈরি। প্রতি বছর শীতে ওই পর্বতে যে বরফ জমাট বাঁধে, তা কেটেই শৈল্পিক নির্দেশনায় ওই সব নির্মাণ করা হয়। খাবার রেস্টুরেন্ট, পানশালাসহ ওই হোটেলে থাকার জন্য ১৪টি কক্ষ রয়েছে। প্রতি বছর শীতে গড়ে তোলা ওই হোটেল গ্রীষ্মের আবির্ভাবে গলতে শুরু করে এবং এক সময় বিলীন হয়ে যায়। ২০০৫ সাল থেকে নিয়মিতই ওই হোটেল গড়ে তোলা হচ্ছে। সরসঃ বিডি-প্রতিদিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।