আমাদের কথা খুঁজে নিন

   

তুমি করলে বেআইনী আমি করলে আইন সিদ্ধ..

ওয়াশিংটন যদি ইরানের ওপর হামলার সিদ্ধান্ত নেয় তাহলে যুক্তরাষ্ট্রও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন ইরানি বিপ্লবী বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মাসুদ জাযায়েরি নামের ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে গতকাল মঙ্গলবার একটি ইরানি দৈনিক এ বিষয়টি প্রকাশ করে। যে কোন ধরনের হামলার মুখোমুখি হলে আমরা ভয়াবহ পাল্টা হামলা চালাবো। এক্ষেত্রে আমরা শুধু মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরের আমাদের সীমান্তজুড়েই আক্রমণ পরিচালনা করব না, সে সময় আমেরিকার একটি অংশও আমাদের হামলা থেকে নিরাপদ থাকবে না, দৈনিকটিতে প্রকাশিত উদ্ধৃতিতে জানান মাসুদ জাযায়েরি। কোনো দেশে ইরান প্রথমে হামলা করবে না বলেও জানান তিনি।

পরমাণু প্রকল্প নিয়ে গত কয়েকমাস ধরে ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিতর্কের সূত্রপাত হয়। পশ্চিমা দেশগুলো ইরানের পরমাণু প্রকল্প পরমাণু বোমা নির্মাণের উদ্দেশে পরিচালিত হচ্ছে বলে সন্দেহ করছে। ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের পরমাণু প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত হচ্ছে বলেও তারা দাবি করছে। পরমাণু প্রকল্প বন্ধ করা না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুমকি দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

পরমাণু প্রকল্প বন্ধে বাধ্য করতে ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইরান যদিও বার বার বলেছে তাদের পারমানবিক কর্মসূচী বিদ্যুৎ উৎপাদনের লক্ষে শুরু করা হয়েছে তাতে যুক্তরাষ্ট্র কর্নপাত না করে ইরানের পারমানবিক কর্মসূচী বন্ধের অজুহাতে ইরানের উপর আক্রমনের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট পারমানবিক কর্মসূচী করলে কোন অসুবিধা নাই করণ তারা নিজেদেকে বিশ্বের বস মনে করে তাই বস যা ইচ্ছা তাই করবে তাতে করো কিছু বলার অধিকার নাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.