আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুৎ সমস্যা: কৃষ্ন করলে লীলাখেলা, পাবলিক করলে পাপ।

এসো, গল্প শোনাই।
আমি বেশ ভালোই আছি। দেশে যে কোনো বিদ্যুৎ সমস্যা আছে সেটা আমি উপলব্ধি করতে পারিনা। কারন আমার বাসায় ২০ মিনিটের জন্য হলেও বিদ্যুৎ যায়না। অবাক হচ্ছেন।

মনে করছেন আমি মিথ্যা বলছি। জ্বী না, জনাব। আমি সত্যই বলছি। আমার বাবা কোনো আমলা বা মন্ত্রী নন। কিন্তু আমার বাসা ভাগ্য গুনে পড়েছে ন্যাম ফ্লাটের বিদ্যুৎ লাইনে আন্ডারে।

সূতরাং আমি পুরোপুরি সেই সুবিধা ভোগী দের সার্ভিস পাচ্ছি ষোল আনা। আমার বাসায় যদি কেউ দুদিন থাকেন, তাহলে ভুলেই যাবেন বিদ্যুৎ সমস্যা বলে কোনো সমস্যা আসলেই দেশে আছে নাকি। আমার প্রশ্ন হলো, এই ভিআইপি সুবিধা ভোগী আমাদের নীতি নির্ধারকরা কেন তাদের গৃহে এই সমস্যা থেকে মুক্ত? আমি ছোটো খাটো একটা ব্যবসা করি, যেখানে ২৪ ঘন্টা বিদ্যুৎ না থাকলে এক একটা মিনিটের জন্য অনেক ক্ষতি হয়ে যায়। ১৪ ঘন্টা বিদ্যুৎ থাকেনা। আমার অফিসের জেনারটরের বিদ্যুৎ খরচ যে অসহনীয় মাত্রায় বেড়েছে, সেই টাকা তো প্রধানমন্ত্রীর তহবিল থেকে আসেনা।

জনগণকে নীতি নির্ধারকরা কষ্ট দিয়া, নিজেরা আরামে আছেন। আমি বলি, এদেরকে কি আমরা একটু বেশি ছাড় দিচ্ছি না? সবার কাছে প্রশ্ন: বিদ্যুৎ সমস্যা আর কতটুকু প্রকট হলে আমরা বাংগালীরা কানসাটের মত পথে নামব?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.