কিছু দিন থেকে অ্যালার্ট পে বাংলাদেশিদের জন্য ডেবিট ভিসা কার্ড দিচ্ছে ( এজন্য প্রায় $20 চার্জ লাগছে)। তারা দুটি ডেবিট কার্ড দিচ্ছে একটি আমেরিকান থেকে ইস্যুকৃত এবং অপরটি কানাডা থেকে ইস্যুকৃত । আমেরিকা থেকে ইস্যুকৃত কার্ড নিজের নামে হবে না অ্যালার্ট পের নামে হবে, কিন্তু কানাডা থেকে ইস্যুকৃত কার্ড নিজের নামে হবে (নিজের নাম বলতে এখানে যে কার্ড নিচ্ছে তার নাম বোঝানো হয়েছে)। আমি অনলাইনে কেনা কাটার জন্য ডেবিট ভিশা কার্ড নিতে চাচ্ছি । আমাকে বিভিন্ন ধরনের কেনা কেটা করতে হতে পারে, যেমন ডোমেন নেম, হোস্টিং ক্রয়, ইবুক ক্রয় সহ নানা রকরের ক্রয় করতে হবে ।
এখন আমি কোন কার্ড নিব । যেহেতু আমেরিকা থেকে ইস্যুকৃত কার্ডটি আমার নামে হবে না তাই বিভিন্ন সাইটে ক্রয় বা অন্য কার্ড থেকে টাকা গ্রহনের সময় সমস্যা হবে কিনা না ? যারা এ বিষয়ে জানেন অনুগ্রহপূবর্ক আমাকে সাজেশন দিন ।
কানাডা থেকে ইস্যুকৃত কার্ড নিজের নামে হলেও সেখানে কানাডিয়ায় কারেন্সি ইউজ করা লাগবে । ফলে ক্রয়ের সময় এক্সট্রা কনর্ভাশন চার্জ দিতে হবে । কোন কার্ড নিব সিদ্ধান্ত নিতে পারছি না ।
অনুগ্রহ করে হেল্প করুন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।