গেরিলা কথাবার্তা
ওয়াজিহা তাহাজ্জুদ মেধা, আমার কন্যার নাম। অর্থ উত্তম রাত্রিজাগরণকারিনী। মেধা আমার বউ এর দেয়া নাম। এই নামেই কন্যা ডাকিত হইবেন। এই কন্যাকে নিয়ে ফেসবুকে একজনের কমেন্টের উত্তরে বলেছিলাম, আজকে আমার মেয়ের প্রথম হিসু, আমার কোলে।
তো, আজ এক বন্ধুর সাথে দেখা, যিনি ফেসবুক 'পড়েন', তার মতে আমার মেয়ে অত্যন্ত বুদ্ধিমতি হবেন। আমি খুশি হয়ে বললাম, হাঁ মেয়ে আমার জন্মের পরপরই যেভাবে মাথা ঘুরিয়ে পৃথিবীতে তার চোদ্দগোষ্ঠীর খোঁজ-খবর করতেছেন- তিনি অন্তত তার পিতৃদেবের মত হওনের প্রশ্নই আসে না। বন্ধু কইলেন, তাতো বটেই। তার মতে, সম্প্রতি বিডিনিউজ এর অপিনিয়ন বিভাগে ঐ পিতৃদেবের লেখা ছাপা হওয়ায় তিনি একজন 'ব্লগার' থেকে রীতিমত 'লেখক' হিশেবে আবির্ভূত হইছেন। তো, এইখানে কন্যার বুদ্ধমত্তার নমুনা হল যেদিন সেই লেখা প্রকাশ হইছে সেইদিনই সে লেখকের গা ভরে হিসি করে দিয়ে বুঝাল এই ধরণের লেখককে সে পাইলে হিসি করে।
আমার কন্যার 'মেধা' দেইখ্যা আমি সত্যিই মুগ্ধ হলাম। আমার বউ কথাটা শুনেই তার নাম 'মেধা' রাইখা দিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।