আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরাণের কথাটা কেউ বুঝলো না !!!

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষোভ প্রকাশ সম্পর্কিত একটি খবর ইতোমধ্যে সামুতে হয়তো সবার কাছে বাসি হয়ে গেছে – লেখা লেখি কচলানো কম হয়নি । তবে আমি একটু শেষ বেলায় এ ব্যাপারে একটু খানি মুখ না খুলে পারলাম না। তাই যা দু এককলম লিখছি। ঠিকই তো প্রধানমন্ত্রীর ক্ষোভের কারণ হওয়ার মতো ঘটনা। কারণ তিনিই দেশকে সবার চেয়ে বেশী ভালোবাসেন।

এবং দেশের মানুষের জন্যে তার প্রাণ সব সময় কাদে। কারণ তিনি জনগণের নয়নের মনি। জনগণ তাকে এত কষ্ট করে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন। তিনি তার যান পরাণ সব কিছু যেখানে উজাড় করে তার পার্লামেন্টের মন্ত্রী ফারুক খানের মাধ্যমে রেন্টাল কুইক রেন্টাল এনেছেন দেশে। তারফলে বহু বিদ্যুৎ উৎপাদন করে যখন দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করলেন তখন কি বেয়াদব জনগণ এবং দেশের বিরোধী দল তাদের এই যৌবোনোদ্দীপ্ত সাফল্য কারো চোখে পড়ছে না।

তাই তো তিনি লোডশেডিং ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘এত বিদ্যুৎ উৎপাদন করলাম, তা বিরোধী দলের যেন চোখেই পড়ে না। মাঝে মাঝে মনে হয়, আমরা যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, তা কয়েকদিনের জন্য বন্ধ করে দেই। তখন চোখে পড়বে। তখন বোঝা যাবে !!! আর আসলে পত্রিকাগুলো বা মিডিয়া বড় বাড়াবাড়ি করছে। যেখানে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন সেখানে তোমরা কেন এমন সব খবর লেখ যাতে প্রধানমন্ত্রীর সম্মান হানি হয়।

দেখ কারবার আজকের দৈনিকগুলোর কয়েকটি খবরে লেখা হয়েছে, লোডশেডিংয়ে অতিষ্ঠ দেশবাসী// কালের কন্ঠ লিখেছে, বিদ্যুৎ নেই, মরে যাচ্ছে শিল্পকারখানা// জনকন্ঠ : এখনও সঙ্কটের আবর্তেই ঘুরছে বিদ্যুত খাত। একের পর এক নতুন বিদ্যুতকেন্দ্র উৎপাদনে আসছে কিন্তু এর কতটা সুফল পাচ্ছে জনগণ। সারাদেশে ভয়াবহ লোডশেডিং মানুষকে অতিষ্ঠ করে তুলেছে । এদিকে দেখছি শেখ হাসিনার জন্য দলের সিনিয়র নেতা আমির হোসেন আমুরও একটু দয়া মায়া নেই। তিনি কেনই বা আবার একথা বলতে গেলেন- যে দেশে বর্তমানে বিদ্যুৎ সমস্যা চরম আকার ধারণ করেছে।

ফলে সামনের দিনগুলোতে সরকারকে আরো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে। দেশের মানুষ, বিরোধী দল, তার দলের নেতা গোতারাও বড়ো বেরসিক হয়ে পড়েছেন। তাদের মধ্যে সভ্যতা ভব্যতার বড় অভাব দেখা দিয়েছে। তয় আমি প্রধানমন্ত্রীর বক্তব্যের সংগে একমত। তিনি যান পরাণ দিয়া দেশের জন্য এত কিছু করছে আর তা দেশের মানুষের চোখে পড়ে না।

আমি এতটা কিন্তু বেরিসক নই একই সাথে মনুষ্যত্ব হীনও নই। ফলে আপনাগোর কিন্তু একটু সহানুভূতি থাকা উচিত প্রধানমন্ত্রীর প্রতি ! কি বলেন !!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.