আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষার শেষ প্রহর

আমি এক অসুস্থ মস্তিস্কের মানুষ।সমাজের অন্যায় গুলো কষ্ট দেয়।অসঙ্গতি এড়িয়ে চলতে পারিনা।আমার জীবন টা ছন্দহীন কাব্যের মত।মস্তিস্ক চর্চায় আমার নেশা। নিকষ কালো স্বপ্নের অন্তরায়- ঝুলছি একা আজ শুন্যতায়। উদ্ভাসিত সব আলোর র্মূছনা- একে একে সরে বলে না যাব না। র্পাথিব কল্পনা ভেসে যাচ্ছে কালের বির্বতণে- হেরে যাচ্ছি আমি আজ মহাকালের আগ্রাসনে। আমার অন্তিম শব যাত্রায়- আসবে কি বন্ধু তুমি চিত্তে একাগ্রতায়........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।