নিজেকে জানার চেষ্টা করছি। কিছু জানতে পারবো না জেনেও।
স্বাধীনতা যুদ্বে যাবার
ইচ্ছে বড় ভাই ও বাবার
বর্গী তাড়াবার ইচ্ছে
মন্দাকীনির মনেও দুর্বার
তাই হাসি মুখে বাপ ও ভাইকে জানায় বিদায়
প্রান-মনতো তার বাংলারই জয় চায়
মাথায় জান ও সম্ভ্রম হারানোর ভয় নিয়ে
যথাসাধ্য করে সাহায্য বাংলার মুক্তিরে
তুলে দিয়ে নিজের মুখের প্রতিবেলার আহার
পেট ভরাতো শ্রান্ত-ক্লান্ত মুক্তিযোদ্ধার
সেই মন্দাকীনির কেউ নেই আজ
পায়না খেতে রোজ
এখনতো হয় না নেয়া মন্দাকীনির খোজ
নিজের মত বলতে কথা
করতে প্রকাশ দুঃখ-ব্যাথ্যা
বাপ, ভাই পরিবার দিয়ে বিসর্জন
স্বাধীনতার জন্য যে রাখল অবদান
সেই মন্দাকীনির মনে আজ অভিযোগ বিস্তর
শুনতে কথা কারোই নাই একটু অবসর
তারে বৃষ্টি ভেজায়, রোদে পোড়ায়
বন্যা ভাসায় সব
আবার দারুন শীতে না পারে ঘুমাতে
তোলো কাতর রব
তবুও কোন নেই অভিযোগ
এতটুকুও নয় হাহাকার
মন্দাকীনির প্রশ্ন মনে
চলেছি কি সেই লক্ষ্যপানে
যে জন্য স্বাধীনতা যুদ্ধ বাংলার।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।