আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষার প্রহর!


সেই কখন থেকে অপেক্ষা করছি। অপেক্ষা জিনিসটা যে কতটা বিরক্তিকর তা ভূক্তভোগী মাত্রই জানেন। এক এক মুহূর্ত যেন এক এক শতাব্দীসম হয়ে উঠে। শুনেছি মধ্য যুগে রমণীরা সাগর পাড়ে দাঁড়িয়ে থাকত, কখন দিগন্ত রেখায় কোন জাহাজের অবয়ব ভেসে উঠবে। কখন প্রাণপ্রিয় মানুষটির চেহারা এক নজর দেখা যাবে। কখন তার মায়াবী স্পর্শ অনুভব করা যাবে। আমি ও অপেক্ষা করছি। অপেক্ষার খাঁড়ার ভার আর ধারে মুমূর্ষুপ্রায় আজকালকার তথাকথিত রিয়েলিটি শো এর প্রতিযোগীরা। দর্শকদের ই বা বাদ দেই কোন যুক্তিতে? "আমাদের এই পর্বের বিজয়ী হচ্ছে ..... আমাদের এই পর্বের বিজয়ী হচ্ছে .....আমাদের এই পর্বের বিজয়ী হচ্ছে ..... তা আমরা দেখব আধা ঘন্টার একটা ছোট্ট বিরতীর পর! " দুর্বল হৃদয়ের অধিকারী দর্শকদের মৃদু হার্ট এ্যাটাক হওয়াটা বিচিত্র কিছু না! তার পরও আমাদের অপেক্ষা করতে হয়- যেমন আমি এখন করছি। ও আচ্ছা আপনাদের বলিনি বুঝি কিসের জন্য আমার এই কাতর প্রতিক্ষা ? এক টুকরা Cheese Burger এর জন্য!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।