আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষার প্রহর



অপেক্ষার প্রহর গুনছি। আর মাত্র ৪ ঘন্টা। অনেকটা ধৈর্য নিয়ে বসে আছি। আমি কারো পোষ্ট এ মন্তব্য করতে পারছি না। কারন আমাকে পর্যবেক্ষনে রাখা হয়েছে ৭ দিনের জন্য।

আর কয়েক ঘন্টা পর আমি আমার স্বাধীনতা ফিরে পাব। স্বাধীনতার আনন্দটাই আলাদা। জানি খুব ভাল করে কিছু লিখতে পারব না তারপর ও ভাবতে পারব আমি স্বাধীনভাবে লিখছি। এক চমৎকার অনূভূতি। সেই সকাল থেকে কাম্পিউটারের সামনে বসে আছি আর কিছু ব্লগ পড়ছি আর ভাবছি এই তো আর মাত্র কিছু সময়।

তারপর... তারপর........ আমি যোগ করব আমার নিজের মাত্রা। আমার মাত্রায় থাকবে ভিন্নতা, আমার নিজস্বতা। সমস্ত অপেক্ষা গুলোকে আমি সাজিয়ে সাজিয়ে তাতে প্রাণ দিব। সমস্ত অপেক্ষা গুলো প্রাণসঞ্চারিত হয়ে সজীব হবে। আমি দেখব....প্রাণ ভরে দেখব.....


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।