আহসান জামান
দিন ডুবে অন্ধকার, রাতের কালো তিমির
যে যার ঘরে চলে গেছে করে
মাঠের গরু, হাটের দোকানী, খেয়াপারের মাঝি;
ঝিঝি পোকার ডাক এলো দূরের বনে।
এচোখ তবু তোমাকে দেখার পিপাসায়
জেগে আছে তৃষ্ণার্ত অপলক।
চারিদিক অপেক্ষার বিষণ্ন সেতারের কান্না
ঝরে পড়ে শীতকাতুরে গাছের পাতা,
বৃক্ষবাঁকল; কেবল অপেক্ষার মাদুর পেতে
দু'চোখ আমার শক্ত পাথর।
কানে বাজে কবেকার জলপ্লাবন, নৌকাপালে সারাদুপুর
তাড়িয়ে আনে এক হাহাকার। চোখের পাতায়
হেঁটে আসে মনন উঠোন একেলা ভীষণ;
কেবল এক নরোম পাখি অঘোরে ঘুমায়, অপেক্ষা আগুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।