অপেক্ষার দহন
শাফিক আফতাব.......................
আমি গ্রীষ্মে গলেছি, শীতে আর্ত মানুষের মতোন মুড়িয়ে গেছি
বর্ষায় ভিজেছি, হেমন্তের শূন্যতায় কত খালি খালি লেগেেছ আমার__
আমি তবু অপেক্ষার প্রতিটি শব্দ দিয়ে মালা গেঁথে তোমায় অপেক্ষায় আছি
তোমার একটু প্রেম, একটু অনুকূলতা, আর দুফোটা শান্ত নীরবতার জন্য
আমি ঠাঁয় দাঁড়িয়ে আছি
দেখতে দেখতে মানুষরা শীর্ষে গেলো, হলো প্রখ্যাতজন,
কেউ পুঁজিবাদীর অহঙ্কার করে, কেউ শিল্পপতির সারিতে হাত নাড়ে
কারো আবার এই শহরে ডজন ডজন বাড়ি, কেউ টাকার বিছানায় শুয়ে থাকে
কেউ আবার পাশ্চাত্যস্টাইলে নারীর বিছানায় হয় খণ্ডকালিন অধ্যাপক
অথচ আমি শুধু তোমার অপেক্ষায় থাকলাম
তোমার একগুচ্ছ উষ্ণতা, প্রার্থনাসম একটু প্রেম, আবেশময় একটু ভালোবাসার জন্য
আমার কত অনাগত অপেক্ষা।
আমি জীবনকে দেখেছিলাম শান্তির আধার বলে__
আমি জীবনকে দেখেছিলাম এর কিছু কর্তব্যজ্ঞান থাকবে__
আমি জীবনকে দেখেছিলাম, যাচ্ছেতাই চলাটাই জীবন নয় ;
নারী পুরুষের অবাধ মেলামেশাটাই জীবন নয়,
সামনে যা পাবো__তাই নিয়ে উদরপুর্তির নামই জীবন নয়,
জীবন এক ব্যাপক অভিব্যক্তি__এর অভিধান ব্যাপক__তাই জীবনকে আমি প্রেম
দিয়ে, পবিত্রতা দিয়ে, ভালোবাসা দিয়ে সংজ্ঞায়িত করতে চাইলাম __
আর সেই জন্য তোমার অপেক্ষায় থাকলাম,
কেনো না জীবনকে বুঝতে তোমার মিলিত প্রয়াস প্রয়োজন হয়
কেনোনা প্রকৃতি আর তুমি, আর তোমার হৃদয় থেকে বেরিয়ে আসা শাসেঁ আমি জীবনের
ব্যপকতা দেখেছি, তোমার চোখে নীলের গভীর দেখেছি জীবনের
আমি অপেক্ষার দহনে গলে গেলাম, তুমি আসলে না, সময়ের সিড়িঁ বেয়ে সবাই মেঘের
দেশে গেলো, আমি পিছে পড়ে গেলাম্, খুব পিছে পড়ে গেলাম।
১৩.১১.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।