আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার আল্টিমেটাম (জামাই ষষ্ঠী স্পেশাল)

আমাদের চারপাশে নিত্য ঘটে যাওয়া ছোট খাট ঘটনাগুলোও দিতে পারে অনেক অসাধারন শিক্ষা। অন্তর্দৃষ্টি মেলে দেখিনা আমাদের চারপাশে একটু তাকিয়ে............... তুমি হেলেন হতে পারো, তাই বলে ভেবো না, আমি বীর হেক্টর হব। ট্রয় নগরী ধ্বংসের দায়ভার কে নেবে? কি ভাবছ, ভীরু আমি, আমার ভালোবাসায় তেজ নেই? শোন তবে - ধ্বংসযজ্ঞ নয়, আমার ভালোবাসা গড়ায় বিশ্বাসী। তুমি মোনালিসা হতে পারো, তাই বলে ভেবোনা, লিওনার্দো হয়ে আঁকবো তোমায় । বাঁকা হাসির মর্মোদ্ধারে শতাব্দী পেরিয়ে সহস্রাব্দ, তারপর? কি ভাবছ, রোবট আমি, আমার কোন শিল্পী মন নেই? শোন তবে - রহস্য নয়, সরলতার প্রতিমা করে গড়ব তোমায় হৃদয় ক্যানভাসে।

তুমি জুলিয়েট হতে পারো, তাই বলে ভেবোনা, আমি তোমার রোমিও। ধৈর্যহীন কাঁচা আবেগে দুজনের আত্মহনন! এ যে মহাপাপ! কি ভাবছ, কাপুরুষ আমি, ভালোবাসার সাহস নেই? শোন তবে - সমাধি নয়, ভালোবাসার আনন্দ আশ্রম গড়ব আমি তোমায় নিয়ে। তুমি বনলতা হতে পারো, তাই বলে ভেবোনা, ক্লান্ত পথিক আমি জীবনানন্দ। যান্ত্রিক সভ্যতায় হাজার বছর ধরে পথ হাটার সুযোগ কোথায়? কি ভাবছ, অলস আমি, আমার ভালোবাসায় দৃঢ়তা নেই? শোন তবে - ক্লান্তি নয়, শান্তি আমার সার্বক্ষণিক সঙ্গী হবে তোমার পরশে। তুমি আমায় ভালোবেসে রজকিনী হতে পারো, সাতটি বছর প্রেম করেও বাবার পানে চেয়ে আছো, আমি চণ্ডীদাস নই, যে আরও পাঁচ বছর অপেক্ষায় রবো।

কি ভাবছ, ভণ্ড আমি, অন্য কাউকে বেছে নেবো? শোন তবে - তোমার বাবার ব্যাংকে আমি ভালোবাসার এক এফডিআর করেছি, মেয়াদ শেষে ভাঙিয়ে নেবো, প্রাইম রেটে সুদও পাবো তোমার মায়ের জামাই আদর, স্মরণ রেখো- অন ডিমান্ড ইনসট্রুমেন্ট, চাহিবামাত্র দিতে হবে। বাবা তোমার দেখে যদি হিসেব নিকেস অংক কষে, ভালোবাসার কোষাগারে আমার কত পুঁজি আছে! বুঝতে চাইলে বুঝবে তবে- আমার মনের রাজপ্রাসাদে রাখবো তোমায় রানী করে। এতোসবের পরেও যদি, বাবা তোমার না হয় রাজি, আল্টিমেটাম দিয়ে দিলাম - এবছর তো গেলই চলে, আগামীর জ্যৈষ্ঠ এলে জামাই ষষ্ঠী করতেই হবে তোমার বাবা মাকে । ছেলে হিসেবে যদিও আমি একটুখানি বেশিই ত্যাঁদড়, বর হিসেবে কোথায় পাবে এমন উপযুক্ত বাঁদর ? বাবা মায়ের সুকন্যা আজ ছলা কলার মৌ , সেদিন তুমি হবেই হবে আমার সোনা বৌ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.