আমাদের কথা খুঁজে নিন

   

ভাটির মেঘের শরনার্থী ক্যাম্প

আমার কাংখেরো কলসী গিয়াছে ভাসি মাঝি রে তোর ট্রলারের বদ নজরে আমার কাংখেরো কলসী গিয়াছে ভাঙ্গি মাঝি রে তোর ঘাটের বাঁধের পাথরে নদী মাতৃক দেশের এতিম ছেলে এক গ্লাস পানি খেতে গিয়ে ঘামের সাথে বের করি সাত সাগর তেরো নদী পানি । মাঝে মাঝে সেই ঘামের শুকনো ফোটায় সাতার না জেনে ডুবেও মরি । নদী মাতৃ সদনের পাশের শুকনো পুকুরে ভেসে ওঠে ডুবে মরা সোনার ছেলের ফুলে ওঠা ফ্যাকাসে বদ্বীপের মত ফ্যাকাশে মুখ । তোমার পেপসির বোতলে পেট্রোলের তীব্র গন্ধ তবে সেই তরল ; আজ গরল হয়ে মেটায় অনাথ ছেলের বেওয়ারীশ লাশ বহনের গাড়ীর পিপাসা তবু সেই গাড়ির ভেতরের লাশের শেষ আশা তোমার চোখের পাতায় জড়ো হওয়া কান্নার মেঘে মেটাবে তার সাত জীবন সাগর আর তের নদী পেরিয়ে যেতে চাওয়া চাতক মনের তৃষ্ণা আমার কাংখেরো কলসী গিয়াছে ভাঙ্গি মাঝি রে তোর ট্রলারের বদ নজরে আজ এই বসন্তের বিদেশী রাতের তুমি ঘুম থেকে জেগে চোখ মেললে যেমন হয় বাতাসে তেমন ফুলে ওঠে আকাশের চোখের তাবু নদী মাতৃক দেশের শুকনো বালিতে কাঁপে রিলিফ ক্যাম্পে দাঁড়িয়ে থাকা শরনার্থী মেঘের ছায়া আমার কাংখেরো কলসী গিয়াছে ভাঙ্গি মাঝি রে তোর ট্রলারের বদ হাওয়ায় সারি সারি প্রজাপ্রতি হতে চেয়ে মাংসের মথে কিলবিল করা খরায় পোকার মত রোগা কঙ্কালসার শরনার্থী মেঘের ছায়া...... নিজেদের জীবনের মধু খুজতে গিয়ে নিজের মনের ট্যাক্সে বিষ কিনে বিষে মাতাল হয়ে , কখনো বিষকে আরো বিষাক্ত করে নিজের দেহ বা অন্যের দেহে চোরাচালান করে নিজের লাশ ফেলে আসে কখনো যেখানে বৃষ্টি হয়নি এমন এক নো ম্যান্স ল্যান্ডে আমার কাংখেরো কলসী দিয়েছি বেঁচে মাঝি রে তোর সাগর ঠেঙ্গানো নাগর কল্মবাস ভাস্কো দা গামার মদের পিপে অনিকেত প্রান্তরে টাঙ্গানো সময়ের হ্যাঙ্গারে নয় সীমান্তের রক্ত রঙের কাটাতারে শুকোয় পৃথিবীর শেষ নদীর ফোটগ্রাফের রোদে শুকতে দেওয়া ডেভোলেপের নেগেটিভ স্ন্যাপ সারি সারি যেন এক জন্মান্ধ শিশুর চোরাচালানকারী গর্ভবতী মা ,স্নায়ুযুদ্ধের ক্রুশে ঝুলে আছে সন্তানকে গর্ভে রেখেই ,গর্ভের ারেক পাশে ফেনসিডিলের চালান লুকিয়েই আগামীকালের সন্তানের পাপে যীশু নয় কাঁটাতারের ক্রুশে ঝুলে আছে কোন এক ফেলানী বা মরিয়ম বিবির গুলি গেলা লাশ। মায়ের লাশ খুড়ে দেখো ভেতরে কোন কুয়ো নেই সেখানে শুধু আজ এবং আগামীকালের মরুভুমি তবে পৃথিবীর সব মরুভূমিকে এখন থেকে নো ম্যান্স ল্যান্ড বলা হোক আমার কাংখেরো কলসী গিয়াছে ভাঙ্গি মাঝি রে তোর ট্রলারের হাভাতে স্বভাবে আমার কাংখেরো কলসী ভেঙ্গে গিয়াছি ভাসি মাঝি রে তোর মনের ওপারে ধীরে ধীরে সবুজ হয়ে ওঠা মরূ পরবাসে  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।