আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না। "কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ। "
তুমি যাবে ভাই,বান-ভাটির ঐ দেশে
কচুরিপানার নাগর দোলায় যাব ভেসে ভেসে ।
একটু বৃষ্টি হলে সেথায় পানিতে থৈ থৈ করে
হংস-হংসী যেখানে সারাদিন মাতিয়া ফেরে ।
এমন দিনে কামিনী ,বেলী বন্য কদম ফোটে
সুগন্ধে মাতোয়ারা পাগল পবন ছোটে ।
পূর্ণিমা তিথির ভরা জোছনায়,নৌকা করে
ঘুরব মোরা সকলে মিলে ।
দেখবো সেথায় দিঘির শালুক
কলমি লতা আরো লাজুক ।
ডুব মেরে চেয়ে আবার ডুবে
হারিয়ে যায় অগাধ জলে।
ভরা মাঠে আকাশের ছায়া
দেখতে যেন সমুদ্র ।
তারা গুলো লাইটপোস্ট
সারারাত সাঁতরে মরে।
বাংলার চাষী ভাবে
মুখে দিয়ে হাত;
কখন শুকাবে পানি
শুরু হবে কবে চাষ ।
দেখাবো তোমায় শীর্ণকায় মানুষ গুলো শুকনো মুখ
তবু তাঁরা অদম্য সাহসে ভরা বুক ।
মাটিকে ভালোবেসে, মাটিতে ভর দিয়ে দাঁড়ায়
মাটির স্বপ্ন দেখে তাদের কাটে সারাক্ষন।
মাটির মানুষ দেখতে ,মাটির কথা শুনতে
যাবেন ভাই ? আমার বান-ভাটির সেই দেশে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।