আমাদের কথা খুঁজে নিন

   

ভাটির শার্দুল আব্দুল হামিদ আবারো স্পিকার

আমি সবার সাথে আছি .............

কিশোরগঞ্জ,২৫ জানুয়ারী: ভাটির শার্দুল হিসাবে পরিচিত কিশোরগঞ্জ-৪ আসন থেকে নবনির্বাচিত এমপি আওয়ামী লীগের প্রবীণ নেতা আবদল হামিদ এডভোকেট জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মিরা। গতকাল সকাল থেকেই মানুষের আলোচনার মূল কেন্দ্র ছিল আব্দুল হামিদকে নিয়ে। তিনি কি স্পিকার হচ্ছেন? নাকি অন্য কেউ? সংসদ অধিবেশন শুরু হওয়ার অনেক আগে থেকেই অনেকে বসেছিলেন টেলিভিশনের সামনে। সংসদে কণ্ঠভোটে পাস হয় আব্দুল হামিদকে স্পিকার মনোনয়ন। আর সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে উঠে কিশোরগঞ্জের লাখো মানুষ।

শুরু হয় মিষ্টি বিতরন। বের হয় আনন্দ মিছিল। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন তিনি স্পিকার নির্বাচিত হওয়ার পর পর শহরে বিশাল আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদণি করে দলীয় কার্যালয়ে আনন্দ সমাবেশে মিলিত হয়। সেখানে মিষ্টি বিতরন করা হয়।

বর্ষিয়ান রাজনীতিবিদ আবদুল হামিদ এডভোকেট এবার নিয়ে সপ্তমবারের মতো জাতীয় সংসদের এমপি নির্বাচিত হন। ছাত্র জীবন থেকেই তিনি প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত। তাঁর জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন আওয়ামী রাজনীতির অঙ্গনে। তিনি আন্দোলন-সংগ্রামসহ দলের সংকটময় সময়ে নেতাকর্মীদের পাশে রয়েছেন। ১৯৪১ সালের ১ জানুয়ারী কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার জন্ম গুহন করেন রাজনীতির জীবন্ত কিংবদন্তী আব্দুল হামিদ এডভোকেট।

ব্যক্তিগত জীবনে আবদুল হামিদ এডভোকেট বিবাহিত। তিনি ১ মেয়ে ও ৩ পুত্র সন্তানের জনক। দেশের ১০ টি সংসদ নির্বাচনের মধ্যে ৭ বার একই আসন থেকে এমপি নির্বাচিত হলেও ঢাকায় নেই তার নিজের বাড়ি। # সুলতান রায়হান ভূইয়া রিপন কিশোরগঞ্জ থেকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।