আমাদের কথা খুঁজে নিন

   

সত্যজিৎ এর ফেলুদা ও আমার ভাবনা,সাথে ফেলুদার সকল মুভির ডাউনলোড লিংক

© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ । আজকের এই লেখাটা সামুর বিখ্যাত ব্লগার ফেলুদার চারমিনারকে উদ্দেশ্য করে। যার আইডিয়াতেই এই লেখাটা আসে। মাঝে বেশ দেখা হয়ে গেলো ফেলুদা বিষয়ক বেশ কয়েকটি মুভি। এর মধ্য আছে রয়েল বেঙ্গল রহস্য,গোরস্থানে সাবধান,টিনটোরেটোর রহস্য,বোম্বাইয়ের বোম্বেটে,কৈলাসে কেলেঙ্কারি,সোনার কেল্লা, বাক্স রহস্য।

বাকি আছে শুধু জয় বাবা ফেলুনাথ । সেই সব মুভির উপর ভিত্তি করেই একটা সমালোচনা করার দুঃসাহস করলাম। প্রথমে বলতে গেলে,নির্মাণ শৈলীর দিক দিয়ে সন্দীপ রায় বাণিজ্যিক খানিকটা,হয়তো এখনকার জামানায় এটাই খাটে। কিছু জায়গায় আধুনিক তথা সমসাময়িক বিষয়কে প্রাধান্য দিয়েছেন। উদাহরণ স্বরূপ বলতে গেলে টিনটোরেটোর রহস্য আর গোরস্থানে সাবধানে কাহিনী থেকে সরে আসার অনেক আলামতই পাওয়া যায়।

অন্যদিকে সত্যজিৎ সেটার ধারে কাছে না। কারণ তিনি নিজেই একটা ব্রান্ড ছিলেন বৈকি। তবে সন্দীপ রায়ের মেকিং খুব একটা আহামরি লাগেনি। কারণ সত্যজিৎ এমন ভাবেই গল্প সাজিয়েছেন আমার মনে হয় না তাঁর খুব মাথা খাটাতে হয়েছে ফেলুদা নিয়ে। ফেলুদার বাইরে তাঁর সৃষ্টি দেখার অপেক্ষায় আছি।

দেখি তিনি নিজের স্বকীয়তায় কি করতে পারেন। এখন আসি ফেলুদা বা প্রদোষ মিট্টির এ। সৌমিত্র থেকে সব্যসাচী আমার মতে সত্যজিৎ এর ফেলুদার চরিত্রে এঁরাই একবারে আদর্শ। তবে আমার সৌমিত্রের চেয়ে সব্যসাচী কে যথেষ্ট ক্ষুরধার আর সচল,পারফেক্ট মনে হয়েছে। ৬ ফুট ২ ইঞ্চি লম্বা বাঙালী নায়ক পাওয়া আসলে ভাগ্যের ও ব্যাপার বটে।

সব্যসাচীর তরুণ বয়সের ফেলুদা অর্থাৎ “বাক্স রহস্যে” যাকে আমরা পাই,বলতে গেলে তার অবয়ব গল্পে পড়া ফেলুদার সাথে একে বাড়েই মিলে যায়। তবে সব্যসাচী ঘোষণাই দিয়ে বসেছেন যে তিনি আর ফেলুদা হচ্ছেন না। গল্পের ফেলুদার তো বয়স বাড়ে না বাস্তবের ফেলুদার তো বয়স বাড়ে বৈকি। এখন দেখার বিষয় এর পরের ফেলু মিত্তির কে হন। এবার আসি তোপসে তে।

সত্যজিৎ এর ফেলুদা গল্পে তোপসে লেখক নিজেই। অর্থাৎ সত্যজিৎ ভাবতেন তিনিই তোপসে। এটা অবশ্য আমি মনে করি। তাঁর লেখায় তোপসে কে যত প্রাণবন্ত আর চৌকস লাগে কোন মুভিতে আজ অব্দই ঐ ভাবে তোপসে কে পাইনি। এটা আসলে সত্যজিৎ থেকে সন্দীপ সকলেরই ব্যর্থতা।

এখন মন্দের ভালো খুঁজে হলে বলবো,পরমব্রতকে যা একটু ভালো লেগেছে অভিনয়ে। আর ছোট বেলা বিটিভিতে শাশ্বত চ্যাটার্জির তোপসে চরিত্রে খারাপ লাগেনি। বাক্স রহস্য মুভিটা ( এটা টিভির জন্য বানানো)তে সব্যসাচী আর তোপসের কেম্যাস্ট্রী আমার কাছে সবচেয়ে পারফেক্ট মনে হয়েছে। আর শেষ যে দুটো ফেলুদায় অর্থাৎ গোরস্থানে সাবধান আর রয়েল বেঙ্গল রহস্যে যেই তোপসে কে দেখলাম,ঐটা দেখে পুরোপুরি হতাশই হয়েছি। এবার বলি জটায়ু কথন।

বিভুদা আমার মতে জটায়ু চরিত্রে ভালো ভাবে উৎরে গেছেন। তাঁর সব মুভমেন্ট ফেলুদার মুভিতে শীতল পরশ যোগায়। তবে আমার সব সময়ই মনে হয়েছে এই ফেলুদা আর জটায়ুর মধ্য অদৃশ্য দেয়াল আছে। আর একজন আছেন জটায়ুতে তিনি হচ্ছে রবি ঘোষ। তাঁর অভিনয় আমাকে বাক্স রহস্যে মুগ্ধ করে দিয়েছে।

তবে বিভু ভট্টাচার্য রবি ঘোষের কাছে হেরে গেছেন আমার কাছে অন্তত তাই মনে হয়েছে। বিভুদা রয়েল বেঙ্গল রহস্য এর শুটিং ডাবিং শেষ হওয়ার পর মৃত্যু বরণ করেন। ঠিক তেমনি রবি ঘোষ ও কোন এক ফেলুদার শুটিং ডাবিং শেষ করে মৃত্যু বরন করেন। বলতে গেলে কাকতালীয়। তবে এর মধ্য কেমন যেন রহস্য পেলাম।

ভাবনা গুলো একান্ত আমার,মিল অমিল হতেই পারে। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন ফেলুদার আজ অব্দই সকল মুভির ডাউনলোড লিংক দিচ্ছি সোনার কেল্লা ডাউনলোড লিংক বাক্স রহস্য ডাউনলোড লিংক Password : lordshaw জয় বাবা ফেলুনাথ ডাউনলোড লিংক বোম্বাইয়ের বোম্বেটে ডাউনলোড লিংক কৈলাসে কেলেঙ্কারি ডাউনলোড লিংক টিনটোরেটোর যীশু ডাউনলোড লিংক গোরস্থানে সাবধান ডাউনলোড লিংক রয়েল বেঙ্গল রহস্য ডাউনলোড লিংক ডা: মুনসীর ডায়রি ফেলুদাকে নিয়ে অন্জন দত্ত ও কবীর সুমনের গান  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।