নারীবর্জিত জীবন ক্রিকেটের মাঝে খুঁজে ফিরছে অনিয়ন্ত্রিত সুখ ছুডোকালে আমার এক ফুপু টিভিতে বাংলা বই দেহার সময় কইচিলো নায়ক আলমগীর এত্ত লম্বা ক্যান, পুরা দোতালা বাস। হেই কতাডা শুনার পর থিকাই নায়ক আলমগীররে দেকলেই কেমুন জানি লাগে। মাগার হেরে অত লম্বা লাগেনা। মান্না, আমিন খান, মডেল শিমুল, এমনকী ভিলেন শানু শিবারেও হের চে লম্বা লাগে। তাইলে খালি আলমগীররে দোতালা বাস কওনের কারণ কী? বসের হাইট আসলে কত? কেউ কইতে পারেন? আমার ধারণা বস এর হাইট ৫ফুট ১১ হইবো। আপনেরা কেউ কইবার পারেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।