আমাদের কথা খুঁজে নিন

   

নায়ক

"আমার মাঝের অন্য আমি" গতকাল অনলাইন রেডিওতে এই গানটা শুনলাম। অল্প কয়েকটা লাইন থেকে পরে গানটা খুজে পেলাম। লীলা ব্যান্ডের গান। গানটা খুব ভাল লেগেছে, কিন্তু এর অর্থ বুঝতে পারছিনা। গানটি শুনতে পারবেন এইখানে ক্লিকান ;-) গানের কথাগুলো নিচে দিলাম, নায়ক কাকে তুমি প্রেম বলো, বলো ইতিহাস।

(x3) বারুদ গন্ধ নাকি ফুলের সুবাস। রক্ত, বন্যা, ঝড়, মিছিল নাকি,মৃতদের নাম লেখা মুর্দা ফরাস। কাকে তুমি প্রেম বলো, বলো ইতিহাস। (x3) সামনে পেছেন রাখা সাদা পর্দা,তার বুক চিরে তুমি নায়ক, নায়ক হে। (x3) আলো তার স্বভাবের সীমানা ভেঙ্গে, তোমার পায়ের পাশে মরে হাসফাস।

তুমি কোন হাতে ফুল খেল, ধর হাতিয়ার নায়ক সমুখে দেখ আসে আধিয়ার। (x2) আমি আলোর স্বভাব চাই, আলোর নাচন। যুদ্ধে ফসল তুলি যুদ্ধে পবন। (x3) দেখ মাঠে মাঠে ফসলের জোয়ার আসে। (x4) রক্তে প্রণ্রয় হলি বুকের বিভাস(?)।

কাকে তুমি প্রেম বলো, বলো ইতিহাস। আমি আলোর স্বভাব চাই, আলোর নাচন। যুদ্ধে ফসল তুলি যুদ্ধে পবন। (x3) দেখ মাঠে মাঠে ফসলের জোয়ার আসে। (x4) রক্তে প্রণ্রয় হলি বুকের বিভাস।

কাকে তুমি প্রেম বলো, বলো ইতিহাস। গানটা শুনে কি মনে হল বলতে ভুলবেন না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।