সুখীমানুষ সিনেমার নায়করা বাস্তবে সাধারণ মানুষ। আর সাধারণ মানুষের মধ্যেই থাকেন সত্যিকারের নায়কেরা। খালি চোখে তাদের দেখে চিনবেন না। কারন তারা কেউ হয়ত শব্জিওয়ালা মালেক, কেউ হয়ত ডোম নগেন্দ্র, কেউ হয়ত ছা পোষা কেরানী রহিম। চলতে ফিরতে যারা তুচ্ছ তাচ্ছিল্লের শিকরা হন তারাই বিপদের দিন ঐ তুচ্ছ প্রাণের চিন্তা না করে অন্যকে বাঁচাতে নায়কের মত ঝাপিয়ে পড়েন।
বুলি স্বর্বস্ব নেতাদের আপ্রাণ চেষ্টার পরেও দেশটা ডুবছেনা কেবল ঐ মালেক, নগেন্দ্র, রহিমদের কারনেই। কর্তব্য শেষ করে ঐ ভাইরা টিভি ক্যামেরার সামনে দাড়াবে না। তাহলে তাদেরকে চিনবেন কিভাবে? কিভাবেই বা একটা ধন্যবাদ দিবেন? আছে, রাস্তা একটা আছে। মানুষের পদবী, কাজ, জাত, ধর্ম এইসবের দিকে না তাকিয়ে ভাই আমার বলে বুকে টেনে নিন। কে জানে হয়ত এদের মধ্যেই সত্যিকার একজন নায়ক আছে।
আর তার অটোগ্রাফের পরিবর্তে স্বয়ং একটা জাদু কা ঝাপ্পিই পেয়ে গেলেন! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।