সোনার হরিনের পেছনে ছুটছি। হাঁসি একটা প্রাকৃতিক বিষয়। এটা কেউ কেউ উপভোগ করতে পারে আবার অনেক হাঁসার বিষয়েও কেউ কেউ বাঁকা চোখে চায়। আবার কেউ কেউ হাসির কথার ক্ষেত্রেও লজ্জ্বা অনুভব করে। এমনও মানুষ আছে যাদের হাত ধরলেই হেসে ফেলে আবার এমন মানুষও আছে যাদের কোন কাতুকুতু নেই।
কিছু মানুষ আছে যারা একদম ই কিছু না বুঝে হাসে। আবার কেউ কেউ সবকিছু বুঝেও না বুঝার ভান করে। আগে আমরা আমাদের দেশে চলচিত্র অভিনেতাদের অভিনয় দেখে হাসতাম। যেমন টেলি সামাদ, দিলদার ইত্যাদি। কিন্তু বর্তমানে আমরা হাসি আমাদের দেশের নেতা নেত্রীদের কথা শুনে।
তারা এমন হাসির কথা বা কৌতুক করেন যা দেখে একদম পাগল ছারা সবাই হেসে ফেলে। যেমন কয়দিন আগে আমাদের দেশের একজন অত্ত্যন্ত পরিচিত নেতা বললেন এবার আমাদের দেশে আর কথনও বিদ্যুৎ চলে যাবে না। কিন্তু আমরা একদম সাধারন জনগন হয়েও এটা উপলব্ধি করতে পারি যে আমাদের দেশে এমনটি সম্ভব না। ইনি ছাড়াও আমাদের দেশের বেশির ভাগ নেতারা ব্যাস্ত থাকে অন্য দলের লোক কুৎসা রটনা নিয়ে। তারা দেশের জন্য কোন কাজ করতে পারুক আর না পারুক অন্যের পিছনে কিভাবে আগুন ধরিয়ে দেওয়া যায় তা খুব ভালভাবে জানে।
যাহোক সাবাশ বেটারা তোমরা দেশের কাজ করো আর না করো দেশের মানুষদের কে যে হাসিতে রেখেছো তার জন্য তোমাদের ধন্যবাদ শত সহস্র। টেলি সামাদ , দিলদার আর নাই তো কি হয়েছে?? তোমরা তো আছো। তোমরাই সারা বিশ্বের কাছে প্রমাণ করবা বাংলালিরা হাসিখুশি ভালবাসে, বাংলালিরা হাসতে জানে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।