শুক্রবার দমদমিয়া কেয়ারী সিন্দাবাদের ঘাট এলাকায় পাওয়া মৃতদেহটি মিয়ানমার নাগরিকের বলে ধারণা করছে বিজিবি।
টেকনাফস্থ বিজিবির ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান জানান, মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে তার পকেটে মিয়ানমারের মুদ্রা পাওয়ায় ধারণা করা হচ্ছে তিনি দেশটির নাগরিক।
বিজিবি কর্মকর্তা বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীকে লাশটি ফেরত নেওয়ার জন্য চিঠি দেওয়া হলে তারা অস্বীকৃতি জানায়। পরে মৃতদেহটি টেকনাফ থানা পুলিশকে দেওয়া হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার পাঠানো হয়েছে।
হ্নীলা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরায় নাফ নদীতে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ১১ জন নিখোঁজ রয়েছে বলে তিনি শুনেছেন।
উদ্ধার মৃতদেহটি তাদের একজনের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।